রবিবার, ২৭ জুন, ২০২১

আগ্নেয়গিরির উপকারিতা - Benefits of volcanoes

আগ্নেয়গিরির উপকারিতা - Benefits of volcanoes,fuji mountain of japan

আগ্নেয়গিরির উপকারিতা - Benefits of Volcanoes

আগ্নেয়গিরিকে আমরা সবাই ধ্বংসের প্রতিমূর্তি বলেই মনে করি কিন্তু সত্যিই কি তাই? আগ্নেয়গিরি শুধু মানুষের জীবনে ধ্বংস বা অভিশাপই বয়ে আনে না, কোনো কোনো দিক থেকে পরোক্ষভাবে আমাদের উপকারও করে আগ্নেয়গিরি-জাত তাপ মানুষের বহু প্রয়োজন মেটাচ্ছে পৃথিবীর অনেক দেশেই বিদ্যুৎ-শক্তির ঘাটতি বেশ কিছুটা পূরণ করছে আগ্নেয়গিরি-জাত তাপশক্তি কোনো আগ্নেয়গিরি যখন নির্জীব হয়ে আসে, তার ভেতরের তরল পাথর বা ম্যাগমাও তখন ক্রমশ ঠাণ্ডা হয় আর ঠাণ্ডা হতে হতে ম্যাগমা থেকে বেরিয়ে আসে গরম গ্যাস এসব গ্যাসের মধ্যে অবশ্য বেশির ভাগই জলীয় বাষ্প, আর থাকে সামান্য কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই-অক্সাইড, হাইড্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরিন ইত্যাদি এই গরম গ্যাস বাষ্প পাথরের ফাটল দিয়ে ওপরে ওঠে ভূ-জল অর্থাৎ পাথরের ভেতরে সঞ্চিত জলের সঙ্গে মিশে যায় আগ্নেয়গিরির গ্যাসের সংস্পর্শে ভূ-জল গরম হয়ে ওঠে এভাবেই সৃষ্টি হয় উষ্ণ প্রস্রবণ আজকাল উষ্ণ প্রস্রবণের তাপশক্তিকে বিদ্যুৎ-শক্তিতে রূপান্তরিত করে মানুষের প্রয়োজনে লাগানো হচ্ছে আগ্নেয়গিরির মুখ থেকে যে ছাই বেরিয়ে আসে, তাতে কখনো কখনো ফসফরাস নাইট্রোজেন যুক্ত রাসায়নিক পদার্থ থাকে এই পদার্থ মাটির সঙ্গে মিশে অনেক সময়েই মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেয় এর ফলে অনুর্বর জমি উর্বর হয়ে উঠেছে, এমন প্রমাণ রয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন