আগের পর্ব - বর্ণালী ও রৈখিক বর্ণালী – Light spectrum and Line Spectrum (Bengali)
ডপলার এফেক্ট, Fun with Doppler effect,ডপলার ক্রিয়া, |
ডপলার এফেক্ট বা ডপলার ক্রিয়া – Fun with Doppler effect
লাল রংকে সবুজ রং করার একটা উপায় আছে। উপায়টা খুবই সোজা, স্রেফ দৌড়ানো। মনুমেন্টের মাথায় লাল রং এর একটা রুমাল বেঁধে যদি ঐ মনুমেন্টের দিকে খুব, খুব জোরে ছুট লাগাও তাহলে দেখবে লাল রুমালটা যেন ভেল্কির জোরে সবুজ দেখাচ্ছে। আবার যদি মনুমেন্টের মাথায় সবুজ রুমাল বাঁধে আর মনুমেন্টকে পেছনে রেখে দূরে চলে যাও তাহলে সবুজ রুমালটাকে লাল দেখবে। অথচ যদি একটা কাক বসে থাকে মনুমেন্টের চুড়োয়, সে কিন্তু দেখবে রুমালটার রং একই আছে। আসলে রুমালটার রং না বদলালেও, যে দেখছে তার গতির ওপর নির্ভর করে সে কী রং দেখবে তাই। এই ব্যাপারটার নাম ডপলার ক্রিয়া বা Doppler effect।
উৎস এবং পর্যবেক্ষকের মধ্যকার আপেক্ষিক গতির কারণে কোন তরঙ্গ-সংকেতের কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকে ডপলার ক্রিয়া (ইংরেজি: Doppler Effect) বলা হয়। ক্রিস্টিয়ান আনড্রেয়াস ডপলার (Christian Andreas Doppler) এর নামে এই ক্রিয়াটির নামকরণ করা হয়েছে।
তবে রং বদলানোর পরীক্ষাটা নিজেরা না করাই ভালো। কেন না, এক সেকেণ্ডে ৪৪,০০০ মাইল দৌড়াতে পারলে তবেই লাল রুমালটা সবুজ দেখাবে।
এই ডপলার এফেক্ট নিয়ে ডাঃ উড নামে পদার্থ বিজ্ঞানের এক অধ্যাপক হাকিমকে (আদালতের বিচারক) কী রকম ফাকি দিয়েছিলেন শোনো।
গাড়ি হাঁকিয়ে চলার সময় পুলিসের লাল আলো দেখেও তিনি গাড়ি থামাননি। হাকিমকে বললেনঃ আসলে ডপলার এফেক্ট এর কারণে আলোটা সবুজ দেখেছিলাম। হাকিম বেচারা বোকা বনে গেলো। কারণ হাকিম জানতো না কত গতিতে ছুটলে ডপলার্স এফেক্ট কাজ করে।
কিন্তু তুমি হলে নিশ্চয়ই প্রশ্ন করতে ও গাড়ির গতিটা কত ছিলো পণ্ডিত মশায়?
পরের পর্ব - ক্যামেৱা কিভাবে কাজ করে – How Do Old Film Cameras Work
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন