![]() |
পাহাড় কিভাবে গঠিত হয়?, How are mountains formed? |
পাহাড় কিভাবে গঠিত হয়? - How are mountains formed?
পাহাড় কি করে হলো, কেনই বা তা উঁচু, এ নিয়ে ভূ-বিজ্ঞানীরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাতে এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়ের নানা পার্থক্য ধরা পড়েছে। পাহাড়ের উৎপত্তির কারণ বিশ্লেষণ করে, ভূ-বিজ্ঞানীরা মোট পাঁচ রকমের পাহাড়ের কথা বলেছেন। প্রথম ধরনের পাহাড়ের মধ্যে আছে হিমালয়, আল্পস, রকি কিংবা আন্দিজের মতো বড় বড় পাহাড়। এ ধরনের পাহাড়ের নাম ভঙ্গিল পর্বত। সমুদ্রের নিচে পলি জমে জমে যে পাললিক শিলাস্তর গড়ে ওঠে, দামাল প্রকৃতির নানা শক্তির চাপে সেই শিলাস্তরে ভাঁজ পড়ে ক্রমেই তা এই পাহাড়ের চেহারা নেয়। দ্বিতীয় ধরনের পাহাড় স্থূপ-পর্বত বা চ্যুতি-পর্বত, যার জন্ম চ্যুতির ফলে। সমতল ভূমি থেকে কোনো পাথুরে অংশ ফাটল বরাবর ঠেলে বেরিয়ে এসে কিংবা নিচে বসে গিয়ে তৈরি হতে পারে এ ধরনের পাহাড়। গুজরাটের আরাবল্লী কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বত এই জাতের। তৃতীয় জাতের পাহাড় গম্বুজ পর্বত। এই গম্বুজ পাহাড়ের ঢাল কেন্দ্রবিন্দু থেকে সবদিকে ছড়ানো। চতুর্থ ধরনের পাহাড়ের জন্ম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে। গলন্ত লাভা থেকে ঠাণ্ডা হয়ে এই পাহাড় তৈরি হয়। তাই এই পাহাড়ের নাম আগ্নেয় পর্বত। ইতালির ভিসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা পাহাড় এই জাতের। এবার পাঁচ নম্বর পাহাড়ের কথা। উঁচু মালভূমি লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম প্রাকৃতিক শক্তি জল-হাওয়া, রোদ ইত্যাদির একটানা পিটুনিতে ক্ষয়ে যায়। এভাবেই হয় ক্ষয়জাত পাহাড়ের জন্ম। ভারতের মধ্যপ্রদেশের বিন্ধ্যপর্বত এই ক্ষয়জাত পাহাড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন