বুধবার, ৩০ জুন, ২০২১

ডিএনএ পরীক্ষা কীভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে? - How does DNA testing help to identify a person?

 

ডিএনএ পরীক্ষা কীভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে?,How does DNA testing help to identify a person?

ডিএনএ পরীক্ষা কীভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে? - How does DNA testing help to identify a person?

কোনো অপরাধী বা মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হয় ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড) হলো নিউক্লিক এসিডের অণু, যা দেখতে একজোড়া পাকানো তন্তুর দড়ির মতো এটা ক্রোমোজমের প্রধান উপাদান এবং এর মধ্যেই থাকে জিনগত তথ্যসমূহ মানুষের শরীরের জীবকোষে ডিএনএ সমৃদ্ধ ২৩ জোড়া ক্রমোজম থাকে প্রতি জোড়ার একটি ক্রমোজম আসে মায়ের কাছ থেকে আরেকটি বাবার কাছ থেকে এজন্যই মা-বাবার চেহারা চালচলনের সঙ্গে সন্তানের মিল থাকে সাধারণত সব মানুষের জিন একই রকম শুধু পার্থক্য থাকে ডিএনএর ৩০ লাখ বেইসপেয়ারে, যা পুরো জেনমের দশমিক শতাংশ মাত্র এই পার্থক্য থেকেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্যক্তিবিশেষকে চিহ্নিত করা যায় ক্রমোজমের ক্ষুদ্র অংশ হলো জিন এই জিন শরীর গঠনের যাবতীয় নির্দেশ বহন করে মানুষের রক্ত, চুল, লালা, অস্থি, পেশি বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ থেকে ডিএনএ সংগ্রহ করে ডিএনএ প্রোফাইল তৈরি করা যায় ধরা যাক, কোনো ব্যক্তি খুন হওয়ার অনেক দিন পর তার লাশ বা কঙ্কাল পাওয়া গেল এখন সমস্যা সেই লাশ বা কঙ্কাল শনাক্ত করা এটা বেশ কঠিন বিকৃত লাশ বা কঙ্কাল দেখে তার পরিচিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না এক্ষেত্রে ডিএনএ পরীক্ষা সাহায্য করতে পারে 

ডিএনএ পরীক্ষা কীভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে সাহায্য করে?,How does DNA testing help to identify a person?

কঙ্কালের চুল, নখ বা হাড় থেকে ওই ব্যক্তির ডিএনএ সংগ্রহ করে তার ছেলে, মেয়ে বা পিতামাতার ডিএনএর তুলনামূলক বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় ওই কঙ্কাল কার কারণ পিতামাতা ছেলেমেয়ের ডিএনএর মধ্যে মিল থাকে ডিএনএ পরীক্ষা অপরাধীদের শনাক্ত করার কাজেও ব্যবহার করা হয় আজকাল উন্নত দেশে সন্দেহভাজন ব্যক্তিদের জিন প্রোফাইল তৈরি করে রাখা হয় ব্রিটেনের পুলিশের কাছে লাখ ৬০ হাজার প্রোফাইল রয়েছে কোথাও কেউ কোনো অপরাধ করলে ঘটনাস্থল থেকে অপরাধীর ডিএনএ সংগ্রহ করে ডেটাবেইজে সংরক্ষিত ডিএনএ প্রোফাইলের তুলনামূলক বিশ্লেষণ থেকে অপরাধীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন