বুধবার, ৩০ জুন, ২০২১

কাচ কঠিন, না তরল? - Is glass liquid or solid?

 

চিত্র ১ঃ স্ফটিকের কেলাসে অণুগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো থাকে

কাচ কঠিন, না তরল? - Is glass liquid or solid?

কাচ সাধারণত শক্ত হয় এবং এটা যে কঠিন পদার্থ, সেটা বিতর্কের ঊর্ধ্বে বলে মনে হয় কিন্তু আসলে পদার্থবিদ্যার জটিল তত্ত্ব অনুযায়ী, কাচকে তরল পদার্থের অন্তর্ভুক্ত করা হয়েছেযদিও অতিমাত্রায় শীতল অবস্থায় থাকার কারণে একে তরলের মতো দেখায় না

চিত্র ২ঃ কাঁচের কেলাসে অণুগুলো তরলের মত এলোমেলো ভাবে সাজানো থাকে

 

কাচ আসলে খুব দ্রুত অতি মাত্রায় শীতলীকৃত তরল, যা এত বেশি আঠালো যে একে কঠিন বলে মনে হয় উপরের কাঁচের ও অন্য স্ফটিকের কেলাস কাঠামো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
স্ফটিকের কেলাসে অণুগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো থাকে যেমনটা ১ম চিত্রে দেখানো হয়েছে। আর কাঁচের কেলাসে অণুগুলো তরলের মত এলোমেলো ভাবে সাজানো থাকে (চিত্র ২)।

দেখা গেছে, মধ্যযুগে নির্মিত বাড়ির জানালার কাচগুলো ওপরের দিকে পাতলা আর নিচের দিকে বেশ পুরু মনে হয়, যেন কাচের নিম্নদেশ স্ফীত হয়ে উঠেছে অনেক পাঠ্যবইয়ে ব্যাপারটা উল্লেখ করে লেখা হয়, কাচ যে তরল, এটা তার প্রমাণ বহু বছর ধরে খাড়াভাবে থাকার ফলে জানালার কাচগুলোর নিচের অংশ ফুলে উঠেছে বলে ধরে নেওয়া হয় কিন্তু ব্যাখ্যাটি ঠিক নয় ওই সব জানালার কাচ দিয়ে কাচের তারল্য প্রমাণ হয় না সম্প্রতি একজন বিজ্ঞানী, . স্টোকস, তরলের গতিবিদ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অনেক বছর খাড়াভাবে থাকার ফলে পুরোনো গির্জার জানালার কাচের নিচের দিকটা যদি কিছুটা পুরু হয়ে থাকে, তাহলে কারণে ওপরের দিকটা সরু হবে না; বরং সবটা পুরু হয়ে কাচের উচ্চতাই কমে যাবে বিজ্ঞানী . স্টোকসের হিসাব অনুযায়ী, যদি এক মিটার উঁচু জানালার কাচের নিচের দিক পাঁচ শতাংশ ফুলে ওঠে, তাহলে ওপরের দিকে প্রায় এক সেন্টিমিটার ফাঁকা হয়ে যাবে কিন্তু গির্জার ওই জানালাগুলোতে রকম ফাক দেখা যায় না এতে বোঝা যায়, ওই জানালাগুলো অন্তত কাচের তারল্যের প্রমাণ নয় হয়তো মধ্যযুগের কারিগরদের তৈরি জানালাগুলোর বিশেষ ডিজাইনই ছিল রকম

আরো জানতেঃ 

1. https://math.ucr.edu/home/baez/physics/General/Glass/glass.html 

2. https://www.newscientist.com/article/mg22730370-900-what-is-glass/

3. https://www.thoughtco.com/glass-a-liquid-or-a-solid-608340

4. https://theconversation.com/is-glass-a-solid-or-a-liquid-36615

5. https://www.scientificamerican.com/article/is-glass-really-a-liquid/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন