প্লুটোনিয়াম ধ্বংস করা কি সম্ভব,Is it possible to destroy plutonium |
প্লুটোনিয়াম ধ্বংস করা কি সম্ভব? Is it possible to destroy Plutonium?
পারমাণবিক বোমার জ্বালানি হিসেবে প্লুটোনিয়াম ব্যবহৃত হয়। প্লুটোনিয়াম একটি বিপজ্জনক মৌল। দুটি উপায়ে একে ধ্বংস করা যায়। প্রথমত, প্লুটোনিয়ামকে অন্য পদার্থের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যেন একে আর বোমায় ব্যবহারের উপযোগী রূপে পৃথক করা সম্ভব না হয়। দ্বিতীয় আরেকটি উপায় হলো একে পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহার করে অন্য উপাদানে রূপান্তরিত করা। সাধারণত পারমাণবিক রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের একটি রূপ থেকে নিউট্রন বের করে নিয়ে তাকে অন্য রূপে সংযোজন করে অস্ত্রে ব্যবহারের উপযোগী প্লুটোনিয়াম তৈরি হয়। পারমাণবিক বর্জ্যের মধ্য থেকে খুব কষ্ট করে প্লুটোনিয়াম পৃথক করা হয়। এ ধরনের বর্জ্যের সঙ্গে পুনরায় প্লুটোনিয়াম মিশিয়ে তাকে কাচ বা সিরামিক জাতীয় পদার্থে রূপান্তরিত করা হলে সেখান থেকে প্লুটোনিয়াম পৃথক করা খুব কঠিন। আবার পারমাণবিক চুল্লিতে ব্যবহার করে প্লুটোনিয়ামের পরমাণু ভেঙে এই প্রক্রিয়ায় সৃষ্ট শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করা যায়। প্লুটোনিয়াম ধ্বংসের উপায় নিয়ে অনেক মতভেদ আছে। কারণ প্লুটোনিয়ামকে যদি কাচে পরিণত করা হয় তাহলে সেই কাচ এমন হতে হবে যেন তা হাজার বছর টিকে থাকে। কারণ প্লুটোনিয়াম খুব ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এর আগেই যদি সেই কাচ ভেঙে যায় তাহলে প্লুটোনিয়াম পুনরায় ঘনীভূত হতে পারে এবং নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু হতে পারে। অন্য প্রক্রিয়াটি নিয়েও প্রশ্ন আছে। নিউক্লিয়ার প্লান্টে প্লুটোনিয়াম ব্যবহার মানুষ সহজে মেনে নেয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন