আগের পর্ব- আলো ভেঙে দেখা - Prism and light refraction
আলো-খেকোদের কথা, আলো শোষণকারী পদার্থ,Light Absorber |
আলো-খেকোদের কথা – Light Absorber
এইবার এক টুকরো-লাল কাঁচ জোগাড় করো আর প্রিজমটা এমনভাবে ধরো যে সেটা পেরিয়ে দলছাড়া রং-বের-এর আলো গুলো যেন ঘরের সাদা দেয়ালটার ওপর গিয়ে পড়ে। তারপর লাল কাঁচটাকে ধরে প্রিজম আর দেয়ালের মাঝামাঝি—এমনভাবে ধরতে হবে যাতে রং-বেরং এর আলো গুলো এই লাল কাঁচটার মধ্যে দিয়ে যেতে বাধ্য হয়। তাহলে তুমি দেখতে পাবে, লাল কাঁচটা ভেদ করে যেতে গিয়ে এত গুলো রকমারি আলোর মধ্যে শুধুমাত্র লাল আলোটাই দেয়াল পর্যন্ত পৌঁছচ্ছে!
বাকি সব আলোগুলোর কী হলো? সেগুলোকে ওই লাল রং-এর কাঁচটা গিলে খেয়েছে! এইবার লাল কাঁচটা সরিয়ে তার জায়গায় একটা সবুজ রং-এর কাঁচ বসাও, দেখবে দেওয়ালের ওপরে যে-সব রকমারি রং-এর আলো পড়েছিলো তার মধ্যে সবুজ রঙের আলোটা প্রায় ঠিকই আছে, কিন্তু অন্য রং-এর আলোগুলো মিনমিনে হয়ে এসেছে। তার মানে, সবুজ কাঁচের পক্ষে আলো চুষে খাবার ক্ষমতাটা লাল কাচের মতো অতোখানি নয়। তারপর, ওই জায়গাটায় লাল আর সবুজ দুটো কাঁচকেই একসঙ্গে ধরে, দেখবে দেয়ালের ওপর রঙিন আলোগুলো প্রায় সবই নিভে গিয়েছে! আর তা তো হবার কথাই : লাল কাঁচটা শুধু লাল আলোটুকু ছাড়া আর সব আলোই চুষে খেয়েছিলো, আর সেই লাল কাচের খপ্পর থেকে বেরিয়ে আসা আলোটিকে গ্রাস করল সবুজ আলো।
পরের পর্ব - বিভিন্ন রং এৱ ৱহস্য – The Mystery of Colours (Bengali)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন