জ্যোতির্বিদ্যার প্রাথমিক পাঠঃ পর্ব – ১
প্রশ্নঃ মহাবিশ্বের সৃষ্টি কিভাবে
হয়?
মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে মানবজাতি সব সময়ই এক রকম ধাঁধাঁয় ছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং নামক এক মহাজগতিক বিষ্ফোড়নের মাধ্যমে যেটা ১০ থেকে ২০ বিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল। সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল একটি গরম আগুনের গোলার মত। মহাবিষ্ফোড়নের প্রথম সেকেন্ড থেকেই মাধ্যাকর্ষণ সৃষ্টি হয়। মহাবিশ্ব তখন খুব দ্রুতই সম্প্রসারিত হতে লাগলো । চারিদিকে অতিপারমানবিক কণা গুলো ছড়িয়ে পড়ছিল যারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এ সময় প্রোটন, ইলেক্ট্রন এবং নিউট্রনের সৃষ্টি হয়। মিনিট তিনেক পরে তাপমাত্রা দাঁড়ায় প্রায় ৫০০ বিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা ২৮০ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এ সময় প্রোটন, নিউট্রন ও ইলেক্ট্রন মিলে সর্বপ্রথম হাইড্রোজেন, হিলিয়াম ও লিথিয়াম এর পরমানু তৈরী করে। বিগ ব্যাং মতবাদ অনুসারে ৫০০০০ বছর সময় লেগে যায় পরবর্তী অনু তৈরী হতে। এর পর প্রায় ৩০ কোটি বছর সময় লেগে যায় তারা এবং গ্যালাক্সী তৈরী হতে। আমরা যে গ্যালক্সিতে আছি তা তৈরী হওয়ার আগেই অগণিত তারার সৃষ্টি হয় আবার মৃত্যু বরন করে। আজ থেকে বেশী না মাত্র সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ ধুলা এবং গ্যাসের সংমিশ্রনে তৈরী হচ্ছিল মাত্র।
মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়? মহাবিশ্বের আকৃতি কতটুকু? |
মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে মানবজাতি সব সময়ই এক রকম ধাঁধাঁয় ছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং নামক এক মহাজগতিক বিষ্ফোড়নের মাধ্যমে যেটা ১০ থেকে ২০ বিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল। সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল একটি গরম আগুনের গোলার মত। মহাবিষ্ফোড়নের প্রথম সেকেন্ড থেকেই মাধ্যাকর্ষণ সৃষ্টি হয়। মহাবিশ্ব তখন খুব দ্রুতই সম্প্রসারিত হতে লাগলো । চারিদিকে অতিপারমানবিক কণা গুলো ছড়িয়ে পড়ছিল যারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এ সময় প্রোটন, ইলেক্ট্রন এবং নিউট্রনের সৃষ্টি হয়। মিনিট তিনেক পরে তাপমাত্রা দাঁড়ায় প্রায় ৫০০ বিলিয়ন ডিগ্রি ফারেনহাইট বা ২৮০ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এ সময় প্রোটন, নিউট্রন ও ইলেক্ট্রন মিলে সর্বপ্রথম হাইড্রোজেন, হিলিয়াম ও লিথিয়াম এর পরমানু তৈরী করে। বিগ ব্যাং মতবাদ অনুসারে ৫০০০০ বছর সময় লেগে যায় পরবর্তী অনু তৈরী হতে। এর পর প্রায় ৩০ কোটি বছর সময় লেগে যায় তারা এবং গ্যালাক্সী তৈরী হতে। আমরা যে গ্যালক্সিতে আছি তা তৈরী হওয়ার আগেই অগণিত তারার সৃষ্টি হয় আবার মৃত্যু বরন করে। আজ থেকে বেশী না মাত্র সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ ধুলা এবং গ্যাসের সংমিশ্রনে তৈরী হচ্ছিল মাত্র।
প্রশ্নঃ
মহাবিশ্বের আকৃতি কতটুকু?
উত্তরঃ
মহাবিশ্বের আকৃতি কতটুকু বা তা কত বড় তার সঠিক হিসাব কেউ জানে না। গ্রহ, নক্ষত্র,
তারা, গ্যালাক্সী ইত্যাদি নিয়ে এই মহাবিশ্ব গঠিত। আর মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সী
আছে সে ব্যাপারেও কোন সঠিক তথ্য নেই। আমাদের সৌরজগত মিল্কিওয়ে নামক গ্যালাক্সীতে
অবস্থিত। আর প্রতিটি গ্যালাক্সীতে সুর্যের মত বিলিওন বিলিওন তারা থাকে। আমাদের নিকটতম
গ্যালাক্সী হল এন্ড্রোমিডা।
ভাল লেগেছে ভাই/বোন
উত্তরমুছুন