মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

ফটোকেরাটাইটিস বা স্নো ব্লাইন্ডনেস এবং সানগ্লাসের ব্যবহার? Photokeratitis or Snow Blindness and Using Sun glass

 

Photokeratitis,Snow Blindness,Using Sun glass,সমুদ্র সৈকতে সানগ্লাস পরতে হয় কেন,চোখের ক্যান্সার,ফটোকেরাটাইটিস,স্নো-ব্লাইন্ডনেস,Sun burn

প্রখর রৌদ্রে বরফাচ্ছাদিত প্রান্তর, পর্বতচূড়া বা সমুদ্র সৈকতে সানগ্লাস পরতে হয় কেন? Why wear sunglasses on snow-covered deserts, mountain tops or beaches in the scorching sun?

সাধারণত প্রখর রৌদে চোখের নিরাপত্তার জন্য সানগ্লাস পরতে হয়। এর উদ্দেশ্য হলো সূর্যের আলোর সঙ্গে যেন অতিবেগুনি রশ্মি বা Ultra Violet Ray (UV) চোখে অবাধে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করা। ইউভি রে যদি বেশিক্ষণ চোখে লাগে তাহলে চোখের ক্যান্সার বা ফটোকেরাটাইটিস ( Photokeratitis ) হতে পারে, যেটা মূলত রেটিনার রৌদ্রপ্রদাহ (Sun burn ) সাধারণত এটা স্নো-ব্লাইন্ডনেস ( Snow Blindness ) বা তুষার-অন্ধত্ব নামে পরিচিত। রকম নামকরণের কারণ হলো শীতকালে মেঘমুক্ত দিনে প্রখর রৌদ্রে বরফাচ্ছাদিত প্রান্তর বা পর্বতচূড়ায় রোদের ছটা এত তীব্রভাবে বিচ্ছুরিত হয় যে, সে দিকে খালি চোখে (সানগ্লাস না পরে) বেশিক্ষণ তাকালে চোখের উপসর্গ দেখা দেয়। সমুদ্র সৈকতেও প্রায় একই ধরনের উপদ্রব। সূর্যের আলো সমুদ্রের ঢেউয়ের চূড়ায় বিচ্ছুরিত হয়ে তীক্ষ্ণ রশ্মিরূপে চোখে প্রবেশ করে। সানগ্লাস না থাকলে এতে চোখের ক্ষতি হয়। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অতিবেগুনি রশ্মিকে দু-ভাগে ভাগ করা হয়ইউভি- এবং ইউভি-বি। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় চোখের কর্নিয়া ইউভি-বির সবটুকু এবং ইউভি- রশ্মির অধিকাংশ শুষে নেয়। কিন্তু যে সামান্য ইউভি- চোখের কর্নিয়া অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে তা ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের অন্ধত্ব ডেকে আনতে পারে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে চোখে ছানি পড়তে পারে। তাই বেশি রোদে প্রবীণদের সানগ্লাস পরা ভালো। তবে দেখতে হবে সেটা যেন ইউভি রশ্মি ফিল্টারের উপযুক্ত হয়। এসব ক্ষেত্রে সস্তা সানগ্লাস অনেক সময় ক্ষতি করে। কারণ সস্তা সানগ্লাস সূর্যরশ্মির তীব্রতা কমালেও ইউভি রশ্মি ঠেকায় না। ফলে চোখ আরো বেশি খোলা থাকে এবং বেশি বেশি ইউভি চোখে প্রবেশ করে। এর চেয়ে বরং খালি চোখই ভালো, কারণ প্রখর রৌদ্রে খালি চোখ নিজেই কিছুটা বন্ধ হয়ে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন