মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার বর্তমানে এতো বেশি কেনো? Why are mobile phone network towers so many now?

 

মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার,mobile phone network towers

মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার বর্তমানে এতো বেশি কেনো? Why are mobile phone network towers so many now?

আজকাল ঢাকায় আবাসিক এলাকার কোনো উঁচু ভবনের ছাদে অত্যাধুনিক কিছু অ্যান্টেনা দেখতে পাওয়া যায় কয়েকটি লম্বা ধাতব প্লেট কয়েকটি ডিশ ধরনের গোল অ্যান্টেনা দেখলেই বোঝা যায়, ওগুলো খুব জটিল যন্ত্রপাতি মনে হয়, ওয়্যারলেস স্টেশনের কাজে ওগুলো ব্যবহার করার সরঞ্জাম অথচ ওটা সাধারণ একটি বহুতল ভবন ১০-১২টি ফ্ল্যাট সাধারণ মধ্যবিত্ত পরিবারের ভাড়াটিয়া সেখানে বসবাস করে তাহলে রকম সাদামাটা বাসার ছাদে ওসব যন্ত্রপাতি কেন? ওগুলো আসলে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সাজসরঞ্জামে সজ্জিত বেইস স্টেশন সুইচিং সার্ভিস সেন্টার, সংক্ষেপে বিএসসি এই কেন্দ্রগুলো সারা শহরের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে এগুলোর সঙ্গে কেন্দ্রীয় একটি স্টেশনের যোগাযোগ রয়েছে, যাকে বলা হয় মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি

ধরুন, আপনার কাছে একটি মোবাইল ফোনসেট রয়েছে এই সেট অনবরত সিগন্যাল দিচ্ছেআমি এখানে আছি বা আমি ওখানে আছি এই সংকেত নিকটবর্তী বেইস স্টেশন পাচ্ছে; এবং সে জানাচ্ছে আপনি কোথায় এবার আরেক এলাকা থেকে কেউ আপনাকে ফোন করল এই সংকেত প্রথমে যাবে তার নিকটবর্তী বেইস স্টেশনে, সেখান থেকে কেন্দ্রীয় স্টেশনে এবং সেখান থেকে সবগুলো বেইস স্টেশনে সংকেত যাবেখুঁজে বের করো ওমুক নম্বরটা এখন কোথায়

তখন সহজেই ধরা পড়বে আপনার অবস্থান আপনার সেটে রিং বেজে উঠবে যদি টিঅ্যান্ডটি নেটওয়ার্ক থেকে কেউ মোবাইলে ফোন করে, তাহলে প্রথমে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য একটি ব্রিজ দরকার, যেমন দরকার হয় কোনো লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই ব্রিজ, তথা বিশেষ চ্যানেলটি যদি যথেষ্ট প্রশস্ত না হয়, তাহলে তথ্যপ্রবাহে সৃষ্টি হবে জট রকম জট এড়ানোর জন্য টিঅ্যান্ডটি ল্যান্ডফোন থেকে কোনো মোবাইলে ফোন করলে কথা যথাসম্ভব সংক্ষিপ্ত করা বাঞ্ছনীয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন