বুধবার, ৩০ জুন, ২০২১

বিটাব্লকার কী? - What is Betablocker?

 

বিটাব্লকার কী?,What is Betablocker?

বিটাব্লকার কী? - What is Betablocker?

বিটাব্লকার এর আরেকটি নাম বিটা এড্রেনারজিক ব্লকিং এজেন্টস (beta-adrenergic blocking agents)

যাদের উচ্চ রক্তচাপ আছে অথবা যাদের হৃদরোগের ঝুঁকি আছে, তাদের এক ধরনের ওষুধ খেতে হয়, যা সাধারণভাবে বিটাব্লকার নামে পরিচিত নাম থেকে বোঝা যায়, ওষুধ কোনো একটা কিছু ব্লক করে, অর্থাৎ বাধা দেয়

কিন্তু কী বাধা দেয়?

এই ওষুধগুলো আসলে বিটা নার্ভ রিসেপ্টর নামক এক ধরনের স্নায়ু ব্লক করে, অর্থাৎ তাদের কাজে বাধা দেয় যদি বাধা দেওয়া না হয়, তাহলে এপিনেফ্রাইন হরমোন (hormone epinephrine) [যা অ্যাড্রিনালিন (adrenaline) নামেও পরিচিত] অন্যান্য হরমোন সহজেই বেরিয়ে আসতে পারে। এসব হরমোন খুব শক্তিশালী উদ্দীপক তীব্র মানসিক চাপ বা অত্যধিক শারীরিক পরিশ্রমের সময় এসব হরমোন বের হয় এগুলো রক্তচাপ হার্টবিট বাড়ায় তাই যারা হার্টের রোগী, তাদের জন্য ধরনের হরমোন নিয়ন্ত্রণ করা দরকার

প্রনলল এটেনলল ওষুধ বিটাব্লকার হিসেবে কাজ করে এরা হৃৎস্পন্দন রক্তচাপ কমায় এবং হার্টের অন্যান্য অসুবিধা দূর করতে সাহায্য করে এতে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা হ্রাস পায় এটাই মূলত হার্টের রোগীকে সাহায্য করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন