ঠিক উত্তর মেরুতে এখন কয়টা বাজে?,What time is it at the North Pole? |
ঠিক উত্তর মেরুতে এখন কয়টা বাজে? - What time is it at the North Pole?
আপনি সন্ধ্যায় বিবিসি বাংলা রেডিও শুনছেন। বিবিসি বলছে, লন্ডনে এখন দুপুর দেড়টা, ভারতে সন্ধ্যা ৭টা আর বাংলাদেশে সাড়ে ৭টা। কিন্তু ঠিক উত্তর মেরুতে তখন কয়টা বাজে? শুনলে অবাক হবেন যে উত্তর মেরুতে আপনি যখন যতটা বাজাতে চান ঠিক ততটাই বাজে। যে কোনো এলাকায় স্থানীয় সময় নির্ধারিত হয় কল্পিত celetial meridian বা মহাকাশে কল্পিত মধ্যরেখার তুলনায় সূর্যের অবস্থান দিয়ে। এই কল্পিত রেখা উত্তর ও দক্ষিণ মেরুকে সরাসরি যুক্ত করেছে। রেখাটি মধ্যাকাশ দিয়ে গিয়েছে বলে কল্পনা করা হয়। সূর্য যখন ঠিক এ রেখা বরাবর অবস্থান করে তখন ঠিক দুপুর। আর তখন সূর্য আকাশের সবচেয়ে উঁচুতে অবস্থান করে। এখন উত্তর বা দক্ষিণ মেরু বিন্দুতে দাঁড়ালে দেখা যাবে সব মেরিডিয়ানই ওই দুই বিন্দু দিয়ে অতিক্রম করেছে। ফলে আপনি যদি উত্তর মেরুতে অবস্থান করেন, তাহলে বছরের নির্দিষ্ট সময়ে যখন সূর্য দেখা যায় তখন দেখা যাবে সেটা যেন সব সময়ই মধ্য গগনে থেকে একই উচ্চতায় বৃত্ত রচনা করছে। ফলে সকাল-বিকাল-দুপুর পৃথক করার উপায় নেই। সে জন্যই উত্তর মেরুতে আপনি দাঁড়িয়ে যে কোনো সময়কে ঘড়ির কাটায় যে কোনো সময় ধরতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন