সোমবার, ২৮ জুন, ২০২১

দৈহিক স্থূলতা ও কোভিড ১৯ (করোনা ভাইরাস আক্রমণ) এর ঝুকি - Why Are People with Obesity More Vulnerable to COVID (Corona Virus)?

 

দৈহিক স্থূলতা ও কোভিড ১৯, এর ঝুকি,করোনা ভাইরাস,Obesity and COVID,symptoms of corona virus,corona virus vaccine,corona update,covid 19 symptoms

দৈহিক স্থূলতা ও কোভিড ১৯ (করোনা ভাইরাস আক্রমণ) এর ঝুকি - Why Are People with Obesity More Vulnerable to COVID (Corona Virus)?

 

কোভিড মহামারীর শুরুতে কয়েকটি বিষয় কোভিড আক্রান্ত হওয়ার উপর মারাত্বক প্রভাব ফেলেছিল। যেমন রোগীর বেশি বয়স, স্থূলতা ইত্যাদি। এই দুটিই জিনিসই করোনা সংক্রমণের বিরুদ্ধে আক্রান্তদের শরীরের সক্ষমতা একেবারেই কমিয়ে দিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল হয়ে যায়। আর এই মহামারিতে আরেকটি জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে বয়সের পাশাপাশি স্থূলতাও আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া স্কুল অফ মেডিসিনের প্রফেসর কেনেথ ওয়ালশ বলেছেন, সকল রোগেই সবচেয়ে বড় সমস্যা বা ঝুকি হল রোগীর অধিক বয়স। আর এই সমস্যাটাকে আরো ত্বরান্তিত করে রোগীর স্থূলতা। 

দৈহিক স্থূলতা ও কোভিড ১৯, এর ঝুকি,করোনা ভাইরাস,Obesity and COVID,symptoms of corona virus,corona virus vaccine,corona update,covid 19 symptoms

 

যাদের দেহ তুলনামূলক মোটা তাদের দেহে অ্যাডিপোজ নামক টিস্যুটি ভালো কাজ করে থাকে। যখন শরীরে কাজ করার জন্যে শক্তির প্রয়োজন কিন্তু শরীরে পর্যাপ্ত খাবার বা চিনি না থাকলে এই টিস্যুটি ভেঙ্গে শরীরে শক্তি যোগায়। এই টিস্যুর ভিতরেও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এছাড়া যখন কোন ব্যক্তি একেবারেই চিকণ ও শুকনা দেহের হয়ে থাকে তখন এই টিস্যুগুলো শরীরের কোষের ভাঙ্গনে বাধা দেয়। কিন্তু যখন মানুষের দেহে অতিরিক্ত চর্বি জমে যায় এবং তারা মোটা হয়ে যায় তখন এই ফ্যাটি টিস্যু গুলো তাদের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। দেহে এই চর্বির টিস্যুগুলো অতিরিক্ত হয়ে গেলে তারা এক ধরণের হরমোন নির্গত করে যা নিন্ম মানের দহন বিক্রিয়া ঘটায়। এই সমস্যাটা সাধারণত বয়স বাড়লে ও স্থুলদেহী হয়ে গেলে শুরু হয়। বিভিন্ন রোগের সংক্রমণ, দেহ কোষ ক্ষতিগ্রস্থ হলে বা অন্য কোন সমস্যায় দেহের প্রতিক্রিয়া দুর্বল করে দেয়। এছাড়া এর কারণে দেহের বিএমআই (Body Mass Index) এর মাত্রা অনেক উপরে উঠে যায়। এতে যে কোন সংক্রামক রোগের বিরুদ্ধে (কোভিড ১৯ সহ) দেহের প্রতিরোধ ব্যবস্থা দূর্বল বা ধ্বসে পড়ে।    

 

দৈহিক স্থূলতা ও কোভিড ১৯, এর ঝুকি,করোনা ভাইরাস,Obesity and COVID,symptoms of corona virus,corona virus vaccine,corona update,covid 19 symptoms

এই দহন প্রক্রিয়া কিভাবে ঘটে জানার জন্যে গবেষকরা কাজ করে যাচ্ছেন। কিছু কিছু বিজ্ঞানী অনুমান করেছেন যে এই মোটা টিস্যুগুলোতে অনেক বেশি পুষ্টি উপাদান জমে গেলে কোষের ভিতরের চাপের কারণে এই দহন প্রক্রিয়া ঘটে থাকে।

অন্য একটি ধারণা এমন যে এই টিস্যু গুলো যখন গঠিত হয় তখন তাদের ভেতরে অক্সিজেনের অভাব থাকে। এই কারণে হয়তো অক্সিজেনের মাধ্যমে দহন প্রক্রিয়ার রাস্তা খুলে যায়।

আরেকটি ধারণা এমন যে, যখন এই টিস্যু গুলো মারা যায়, দেহ এই টিস্যু গুলোকে দূর করতে সমস্যায় পড়ে যায় এবং জমে যাওয়া মৃত টিস্যুগুলো নানা রকম রোগের আখড়া হয়ে যায়।

যাই হোক, দৈহিক স্থুলতার কারণে দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কোভিড ১৯ এর ঝুকি বাড়ায়। পাশাপাশি টাইপ ২ ডায়াবেটিস এটা দৈহিক স্থলতার আরেক সহোদর এটাও কোভিড ১৯ এর জটিলতা আরো বেশি বাড়িয়ে তোলে। দেহের ভাল সময়ে পুষ্টিকর খাবার, ওজন নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্থূলতা কমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন