দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় কীভাবে?,Why Can We See the Moon During the Day? |
দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায় কীভাবে? - Why Can We See the Moon During the Day?
রাতের আকাশ থাকে তারায় ভরা, চাঁদ সেখানে শোভা পায়। দিনের আলোয় আকাশে কোনো তারা দেখা যায় না, কিন্তু হাল্কা চাঁদ দেখা যায়। এটা কীভাবে সম্ভব? তারা যদি দেখা না যায়, চাঁদ দেখা যায় কীভাবে? আমরা শুধু রাতের আকাশেই মোহনীয় রূপে চাঁদকে দেখতে অভ্যস্ত। জোছনা রাত আমাদের ভাবজগতে একটা স্থায়ী আসন করে নিয়েছে। পূর্ণিমার রাতের চাঁদ নিয়ে কত গান, কত কবিতা! কিন্তু দিনের বেলায় চাঁদ একেবারে বেমানান। রৌদ্রকরোজ্জ্বল আকাশে যে হাল্কা চাঁদ দেখা যায়, সেটা আমাদের মনে কোনো রেখাপাত করে না। কারণ দিনের চাদ অনেকটা ম্লান। আসলে দিনের বেলা আকাশে যেহেতু সূর্যই সবচেয়ে উজ্জ্বল হয়ে বিরাজ করে, তাই চাঁদ আকাশে দেখা গেলেও লক্ষণীয়ভাবে ফুটে ওঠে না। রাতে অবশ্য চাঁদই আকাশে একমাত্র উজ্জ্বলতম বস্তু হিসেবে ফুটে ওঠে। পৃথিবীর চারদিকে মাসব্যাপী প্রদক্ষিণের সময় ২৪ ঘণ্টা সময়কালে চাদ সারা আকাশেই বিরাজ করে। এর কত অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পারি, তা নির্ভর করে চন্দ্রকলার ওপর বা চাঁদের কত অংশ নির্দিষ্ট সময়ে সূর্যের আলোয় আলোকিত হয়, তার ওপর। পৃথিবীতে দিনের বেলায় চারদিক উজ্জল থাকে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটায়। কিন্তু তুলনামূলক কাছে এবং বড় আকারের হওয়ায় চাঁদ সূর্যের আলো পর্যাপ্ত মাত্রায় প্রতিফলিত করে; যার ফলে চাঁদকে চারপাশের আকাশের চেয়ে কিছুটা উজ্জ্বলতর দেখায়। তারার বেলায় তা হয় না। দিনের উজ্জ্বল আলোয় তারার ক্ষীণ আলো ঢাকা পড়ে যায়। অবশ্য কোনো মহাকাশচারী যদি চাঁদে গিয়ে মহাকাশের দিকে তাকান, তাহলে একই সঙ্গে সূর্য ও তারা দেখতে পাবেন। কারণ চাঁদের আকাশে বাতাস নেই, তাই সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটে না। এ অবস্থায় আকাশে সূর্য থাকলেও চারপাশ পৃথিবীর দিনের মতো আলোকোজ্জ্বল থাকে না। তখন চাঁদের আকাশে দিনের বেলায়ও ঝাঁকে ঝাকে তারা দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন