মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আমরা হাই তুলি কেন? - Why do we yawn?

 

আমরা হাই তুলি কেন?,Why do we yawn?

আমরা হাই তুলি কেন? - Why do we yawn?

শ্বাস-প্রশ্বাস গ্রহণ, খাদ্য পরিপাক প্রভৃতি কতগুলো কাজ মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবে করে এসব কাজের জন্য চিন্তাভাবনা করে কিছু করার প্রয়োজন হয় না হাই তোলাও ঠিক তেমনি একটি ব্যাপার আমরা হিসাব করে সিদ্ধান্ত নিই না কখন হাই তুলতে হবে সময়মতো আপনাআপনি মুখ বেশ বড় হয়ে খুলে যায় এবং আমরা হাই তুলি মুখের মাংসপেশির প্রতিবর্তী ক্রিয়ায় (রিফ্লেকস অ্যাকশনে) মুখ খুলে যায় কেন হাই তুলি তার পুরো ব্যাখ্যা বৈজ্ঞানিকরা এখনও দিতে পারেননি তবে কিছু যুক্তিসঙ্গত কথা বলা যায় হাই তোলার সময় একসঙ্গে অনেক বাতাস মুখের ভেতর দিয়ে ফুসফুসে যায় ধারণা করা যায়, হয়তো হঠাৎ কোনো কারণে বেশি অক্সিজেনের প্রয়োজন দেখা দিয়েছে, সে জন্যই হাই তুলতে হয়েছে শরীর মন অবসাদগ্রস্ত হয়ে পড়লে শ্বাস-প্রশ্বাস খুব ধীরে চলে এবং ফুসফুস কম অক্সিজেন পায় সময় হাই ওঠে কারণ এতে অক্সিজেনের অভাব পূরণ হয় হাই তোলার সঙ্গে সঙ্গে দেহ-মন সতেজ হয়ে ওঠে, অবসাদ কিছুক্ষণের জন্য হলেও দূর হয় এর কারণ হলো অক্সিজেনের আধিক্য হৃৎস্পন্দন বাড়ায় ফলে রক্তে জমে ওঠা কার্বন-ডাই-অক্সাইড রক্ত ফুসফুস থেকে দূর হয় এবং ধমনির রক্তপ্রবাহের মধ্য দিয়ে মস্তিষ্কে অক্সিজেন পৌছায় কোনো কোনো ক্ষেত্রে হাই তোলার ব্যাখ্যা পাওয়া কঠিন যেমন, একজন হাই তুললে পাশের লোকটিও হাই তোলে বলা হয়, এটা দেখাদেখি হাই তোলার প্রবণতা এটা নাহয় বুঝলাম, কিন্তু অনেকের রক্তে প্রচুর অক্সিজেন থাকলেও সে হাই তোলে কেন? প্রশ্নের খুব সহজ উত্তর নেই কত বড় হাঁ করলে তাকে হাই তোলা বলা হবে নিয়ে বিতর্ক আছে জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় ৩৪ সপ্তাহের শিশুকে আল্টাসনোগ্রামে দেখা গেছে হাই তুলতে কিন্তু তার মুখ খুব বেশি খোলে না। তাই অনেকের মতে একে হাই তোলা বলা যায় না, এটা শুধু মুখ খোলা কারণ ভূমিষ্ঠ হওয়ার আগে শিশুরা তাদের ফুসফুসে অক্সিজেন নেয় না তাই মায়ের পেটে তাদের হাই তোলার কোনো কারণ থাকতে পারে না বিষয়টি এখনো ধাঁধাই রয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন