ছেলেদের চেয়ে মেয়েদের আয়ু বেশি কেন?, Why do women live longer than men?, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি দিন বাচে কেনো? |
ছেলেদের চেয়ে মেয়েদের আয়ু বেশি কেন? Why do women live longer than men?
সাধারণত ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বাঁচে। যেমন—আমেরিকায় ছেলেদের গড় আয়ু ৭৩ বছর, আর মেয়েদের ৭৯ বছর। অন্যদিকে দেখা যায়, সন্তান লালন-পালনের মূল দায়িত্ব পালন করেন মা। বাবা এ দায়িত্ব থেকে সাধারণত দূরেই থাকেন। এখন প্রশ্ন হলো, মায়ের সন্তান লালন ও বেশি বাচা—দুটি ঘটনার মধ্যে কোনো ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে কি? একদল বিজ্ঞানী এ বিষয়ে গবেষণা করে দেখেছেন যে এ দুইয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তারা মানুষসহ ১০টি বর্গের স্তন্যপায়ী প্রাণীর ওপর জরিপ চালিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। দেখা গেছে, যে সব স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে একটি সন্তান জন্মদান করে এবং বাচ্চাদের বেশ কিছুকাল মা অথবা বাবার সরাসরি যত্নে থাকতে হয়; সেই সব প্রাণীর ক্ষেত্রে বাচ্চা লালন-পালনকারী (মা অথবা বাবা, যে যে ক্ষেত্রে প্রযোজ্য) গড়ে বেশি বাচে। স্ত্রী গরিলা পুরুষ গরিলার তুলনায় গড়ে সাড়ে ১২ শতাংশ বেশি বাচে। মানুষের ক্ষেত্রে মেয়েরা পুরুষদের চেয়ে প্রায় আট শতাংশ বেশি বাঁচে। আসলে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এ ব্যাপারটি নির্ধারিত হয়েছে। মা বেশিদিন বাঁচলে বাচ্চাদের বেশিদিন আদরযত্ন করে বড় করা সম্ভব এবং সেটা বংশবিস্তারের অনুকূল বলেই এভাবেই সৃষ্টিকর্তা আমাদের তৈরী করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন