বুধবার, ৩০ জুন, ২০২১

জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে কেন? Why do Zebras have striped spots?

 

জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে কেন?,Why do Zebras have striped spots?

জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে কেন? Why do Zebras have striped spots?

ঘোড়ার খালাতো ভাই-বোন হলো জেব্রা পার্থক্য এদের গায়ের কালো (ক্ষেত্রবিশেষে খয়েরি) সাদা ডোরাকাটা দাগ এসব ডোরার আবার বিশেষ বৈশিষ্ট্য আছে মানুষের আঙুলের সূক্ষ ডোরাকাটা ছাপ যেমন প্রতিটি মানুষের ক্ষেত্রে ভিন্ন তেমনি জেব্রার গায়ের ডোরার ডিজাইনও প্রতিটি জেব্রার ক্ষেত্রে ভিন্ন জেব্রার ডোরা বিশ্লেষণ করেও নির্দিষ্ট কোনো জেব্রা চিহ্নিত করা যায় তাদের গায়ের কালো-সাদা ডোরা কেন তা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে গ্রহণযোগ্য একটি ব্যাখ্যায় বলা হয় এই ডোরাগুলো শুধু রঙের বাহার নয়, ওগুলো জেব্রার গায়ে স্বয়ংক্রিয় মিনি এসির (শীতাতপ নিয়ন্ত্রণের) কাজ করে যেহেতু কালো রঙ বেশি তাপ শুষে নেয় আর সাদা রঙ টানে সবচেয়ে কম তাপ, তাই সূর্যতাপে জেব্রার কালো ডোরাগুলো খুব দ্রুত গরম হয়ে ওঠে কিন্তু সাদা ডোরাগুলো থাকে তুলনামূলক কম গরম পাশের সাদা ডোরাগুলোর চেয়ে কালো ডোরাগুলোর তাপমাত্রা অন্তত ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে গা ঝলসানো এই গরম জেবা সহ্য করতে পারে কারণ তাদের শুধু কালো ডোরাগুলো বরাবর চামড়ার নিচে পুরু চর্বির একটি করে বিশেষ স্তর থাকে যা তাকে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচায় ফলে আফ্রিকার প্রচণ্ড গরমের সময় জেব্রার শরীরের কালো ডোরা বরাবর অংশের উপরের বাতাস দ্রুত গরম হয়ে হাল্কা হয়ে যায় এবং উপরে উঠে যায় তখন সেই আপাত শূন্যস্থান পূরণ করে পাশ থেকে তুলনামূলক ঠাণ্ডা বাতাস এভাবে জেব্রার শরীরে বাতাসের একটি স্থানীয় আবর্তন চলতে থাকে যা তার শরীরকে ঠাণ্ডা রাখে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় টিকে থাকার যোগ্যতা অর্জনে জেব্রাকে সাহায্য করেছে তার গায়ের কালো-সাদা ডোরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন