ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে কেন?, Why does a cyclone rotate counterclockwise?, Coriolis Effect,করিওলিস এফেক্ট |
ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে কেন? Why does a cyclone rotate counterclockwise?
উপগ্রহ থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের যে চিত্র আমরা টেলিভিশনের আবহাওয়া বার্তায় দেখি সেগুলোর মধ্যে সব সময় একটি মিল দেখা যায়। সেটা হলো ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাস সব সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে চক্রাকারে আবর্তিত হয়। আমাদের দেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ার সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়ের চিত্রটি কিন্তু ঠিক উল্টো। সেখানে ঘূর্ণাবর্তটি ঘড়ির কাঁটার দিকেই চক্রাকারে ঘোরে।
ঘূর্ণিঝড় কেন সব সময় একই দিকে ঘোরে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে দুই বিপরীত চিত্র কেন? এর কারণ হলো পৃথিবী তার আত্নিক গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তাই ভূপৃষ্ঠের উপরের বাতাসের ওপর তার একটি প্রভাব পড়ে। একে বলা হয় “ করিওলিস এফেক্ট ” ( Coriolis Effect )। ধরা যাক আমি বিষুব রেখা থেকে বাতাসে ভর করে উত্তর দিকে ভেসে যাচ্ছি। যেহেতু পৃথিবীর আত্নিক গতির টানে বাতাসও পূর্ব দিকে যাচ্ছে, তাই এর প্রভাবে আমি সোজা উত্তর দিকে যেতে চাইলেও বাতাসের সঙ্গে সঙ্গে কিছুটা ডান দিকে ঘড়ির কাটার দিকে আবর্তিত হব। অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধে বায়ুমণ্ডলের স্বাভাবিক গতিতে একটি ডানমুখী আবর্তন থাকে। কিন্তু ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলের বাতাস ঘোরে এর বিপরীত দিকে ! কারণ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাসে নিম্নচাপ থাকে এবং চারপাশের উচ্চ চাপের বাতাস যখন সেই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে যায় তখন তার প্রতিক্রিয়ায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাস উল্টো দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। সেজন্যই আমাদের দেশ বা আমেরিকায় যে সব সামুদ্রিক ঘূর্ণিঝড় হয় তার কেন্দ্রের ঘূর্ণায়মান বাতাস সব সময়ই ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। কিন্তু দক্ষিণ গোলার্ধে ঘটনাটি ঘটে বিপরীত দিকে। কারণ দক্ষিণ গোলার্ধের বাতাস করিওলিস এফেক্টে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং তখন ঘূর্ণিঝড়ের পুরো প্রক্রিয়াটা উত্তর গোলার্ধের বিপরীতমুখী প্রক্রিয়ায় আবর্তিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন