বুধ গ্রহ সূর্যের বেশি কাছে হলেও শুক্র গ্রহের চেয়ে বেশি গরম নয় কেন?, Why is Mercury not hotter than Venus? |
বুধ গ্রহ সূর্যের বেশি কাছে হলেও শুক্র গ্রহের চেয়ে বেশি গরম নয় কেন? - Why is Mercury not hotter than Venus?
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, এরপরই রয়েছে শুক্র গ্রহ। সুতরাং সাধারণভাবে আশা করা যায় যে বুধ গ্রহের উষ্ণতা হবে বেশি। কিন্তু বাস্তবে দেখা যায় এ গ্রহের উষ্ণতা তুলনামূলকভাবে কম। শুক্র গ্রহের গড় তাপমাত্রা ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস এবং বুধ গ্রহের তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বেশি কাছে বলেই এ রকম হয়েছে। সূর্যের প্রচণ্ড তাপে বুধ গ্রহের বায়ুমণ্ডলের অস্তিত্ব বিলীন হয়েছে। বুধ গ্রহের গ্যাসীয় অণুসমূহ অনেক আগেই মহাশূন্যে উবে গেছে। ফলে সেখানে কিছু পাথুরে পাহাড়-পর্বত ছাড়া আর কিছু নেই। অনেকটা চাদের মতো। কিন্তু শুক্র গ্রহের পরিস্থিতি একটু অন্য রকম। সেখানে বায়ুমণ্ডল আছে এবং সেটা মূলত কার্বন-ডাই-অক্সাইড দ্বারা গঠিত। এটা প্রধানত গ্রিনহাউস গ্যাস। এ গ্যাসের বৈশিষ্ট্য হলো, এর মধ্য দিয়ে সূর্যের তাপ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। এটা অনেকটা ওয়ানওয়ে রোডের মতো। ফলে শুক্র গ্রহ যেন একটা গরম চুল্লি হয়ে উঠেছে। এজন্যই শুক্র গ্রহে কোনো পানি নেই। বিভিন্ন ছবি থেকে বোঝা যায় যে শুক্র গ্রহে একসময় পানি ছিল কিন্তু আবহাওয়ার পরিবর্তন ও সঞ্চিত প্রচণ্ড তাপে তা বাস্পীভূত হয়ে গেছে। তাই সূর্যের কাছাকাছি থাকলেও বুধ গ্রহের তাপমাত্রা শুক্র গ্রহের চেয়ে কম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন