বুধবার, ১৬ জুন, ২০২১

সমুদ্রের পানি লবণাক্ত কেন? Why is sea water salty?

সমুদ্রের পানি লবণাক্ত কেন?, Why is sea water salty?


সমুদ্রের পানি লবণাক্ত কেন? Why is sea water salty?

সমুদ্রের পানি যে লবণাক্ত, সেটা আমরা সবাই জানি কিন্তু কেন লবণাক্ত, সেটাই প্রশ্ন সমুদ্রের পানিতে এত লবণ থাকে যে সে পানি মুখেই দেওয়া যায় না সমুদ্রের পানি রোদে শুকিয়ে এবং পরিশোধন করে আমরা খাওয়ার লবণ তৈরি করি মিঠা পানির মাছ সমুদ্রের লবণাক্ত পানিতে টিকতে পারে না কারণ, সমুদ্রের পানির অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেওয়ার জন্য যে সব অঙ্গ থাকা দরকার, সেগুলো মিঠা পানির মাছের নেই নদীর পানি সমুদ্রে পড়ে সেই নদীর পানি মিঠা, কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত এর কারণ হলো, নদী প্রবাহিত হওয়ার সময় পাহাড় মাটির লবণ পানিতে দ্রবীভূত করে নিয়ে যায় কিন্তু নদীর পানিতে লবণের ভাগ এত কম থাকে যে সেটা মুখে দিলে বোঝা যায় না নদীর স্রোতের সঙ্গে বয়ে আসা লবণ অল্প অল্প করে সমুদ্রে জমা হয় সেই অনাদি কাল থেকেই এভাবে সমুদ্রে লবণ জমা হচ্ছে সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায় এর ফলে সমুদ্রের পানিতে লবণের ভাগ আরও বেড়ে যায় অন্যদিকে সমুদ্রের বাষ্পীভূত পানি মেঘ হয়ে স্থলভাগে যায় এবং বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে আরও লবণ নিয়ে এভাবে কোটি কোটি বছর ধরে সমুদ্রে লবণ জমছে জন্যই সমুদ্রের পানি এত লবণাক্ত

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন