বুধবার, ২৮ জুলাই, ২০২১

মৃৎ ক্ষার ধাতু – গল্পে গল্পে অণু ও পরমাণু – ৪ – এস কে এস হাজারী স্যার - Alkaline Metals - Story of Molecules and Atoms - 4 - SKS Hazari Sir

 

মৃৎ ক্ষার ধাতু,গল্পে গল্পে অণু ও পরমাণু,Alkaline Metals,group 1 elements,গ্রুপ ১ এর মৌল,Molecules and Atoms,SKS Hazari Sir

মৃৎ ক্ষার ধাতুগল্পে গল্পে অণু পরমাণুএস কে এস হাজারী স্যার - Alkaline Metals - Story of Molecules and Atoms - 4 - SKS Hazari Sir

 গণতন্ত্র দিবস এদিন নাকি বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয় প্রমাণও পেলাম রিক্সায় যাচ্ছিলাম; দেখি পথে পথে যানযট কারণ বিভিন্ন দল সভা করছে, বেশিরভাগ ক্ষেত্রে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে

এক জায়গায় আসতে দূর হতে মাইকে শুনলাম, “আমাদের আপোষহীন নেত্রীর নেতৃত্বে আমরা সংগ্রাম করে গণতন্ত্র এনেছি; তাই জনসাধারণ আমাদের ক্ষমতায় বসিয়েছেরিক্সায় আমার সহযাত্রী ছিলো আমার এক বন্ধু, যে বেশ কিছুদিন যাবৎ চোখে ভালভাবে দেখে না চিকিৎসার জন্য শহরে এসেছে এবং আমার বাসায় উঠেছে সে বলে উঠলো, “বি, এন, পির সভা হচ্ছে; আজতো তাদের আনন্দ করার দিন” *

রিক্সা সভার কাছে আসতে দেখলাম, সত্যি সত্যি বি,এন,পির সভা অবাক হলাম, বন্ধু তো চোখে দেখে না অথচ অতদূর থেকে কিভাবে বুঝলো যে এটি বি,এন,পির সভা?

একটু পরেই মাইকে ভেসে আসলো, “জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে......”

বন্ধু বললো, “আওয়ামী লীগের সভা এদিনে তারা কত স্বপ্ন দেখেছিল অল্পদিন পরেই সে স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেলরিক্সা কিছুদূর এগোতেই বিস্মিত হয়ে দেখলাম আওয়ামী লীগের অনেক ব্যানার সভায় শোভা পাচ্ছে রিক্সা সিকি মাইলও যায়নি, মাইকে শুনলাম, “মুসলমানরা ইসলামের পথ হতে দূরে সরে যাওয়ায় আজ তাদের এতো দুর্দশা

বন্ধু বললো জামায়াতে ইসলামীর সভাএকটু পরেই বুঝলাম বন্ধু ভবিষ্যৎবাণী সঠিক

কিছুদূর পরেই শুনি, “মেহনতী মানুষের অধিকার রক্ষার যে স্বপ্ন মাকর্স দেখেছিল, লেলিন তা বাস্তবায়িত করেছিলেন সাম্রাজ্যবাদের চক্রান্তে আজ দুর্দিন হলেও সামনে আমাদের সুদিন আসছে

বন্ধু বলে উঠলো, “যাহোক বাংলাদেশে সভা করার মত এখনো কিছু কম্যুনিষ্ট আছেদেখি তার কথাই সঠিক কমুনিষ্ট পার্টির সভা হচ্ছে

একটু পরেই মাইকে ভেসে আসলো, “আমাদেরকে স্বৈরাচারী বলা হয়, অথচ তারা আমাদেরকে সভা করতে বাধা দিয়ে প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারী কারা

বন্ধু বললো, “রিক্সা, জোরে চালাও, জাতীয় পার্টির সভা হচ্ছে; সরকারী উদ্যোগে গন্ডগোল হতে পারে

এবারও ভবিষ্যৎ বাণী ঠিক

বন্ধুকে বাসায় রেখে চিন্তা করতে করতে বাসা থেকে বের হলাম, একবার দুবার না হয় ফাক তালে আন্দাজ মিলে যেতে পারে কিন্তু পাঁচ পাঁচ বার? আমার বন্ধুর নিশ্চয়ই আধ্যাত্মিক শক্তি আছে না হলে কিভাবে সব আন্দাজ সঠিক হলো?

বাসার সামনেই আরেক বন্ধুর দেখা তাঁকে সকল কথা বললাম সে মুচকি হেসে বললো, “তুই আগের মতোই গর্দভ রয়ে গেছিস

তার বলার ভঙ্গী দেখে এবং কথা শুনে আমার ভীষণ রাগ হলো অন্যদিন তাকে দেখলে বাসায় নিয়ে চা খাওয়াতাম আজ আর কোন কথা না বলে চলে গেলাম ধরনের অভদ্র অবিশ্বাসী লোক হতে যতো দূরে থাকা যায়, ততোই ভাল

পরদিন সকালে অন্ধ বন্ধুকে পত্রিকা পড়ে শুনাতে গেলাম, প্রথমেই পড়লাম, “আবদুস সালাম তালুকদার বলেছেন

বন্ধু বলে উঠলো বি, এন, পির তালুকদার তো, আর পড়তে হবে না, কি বলেছে জানি

বাধ্য হয়ে অন্য খবর পড়লাম, “সাজেদা চৌধুরী বলেছেন

বন্ধু বলে উঠলো আওয়ামী লীগের তো, আর পড়তে হবে না

এভাবে নিজামী, মিজান চৌধুরী প্রত্যেকের বেলায় বন্ধুটি একই ধরনের কথা বলে উঠলো রাগ হলো, বললাম, “বল দেখি কে কি বলেছেনবন্ধু সাথে সাথে বলা আরম্ভ করলো, অবাক হয়ে দেখি পত্রিকার সাথে মিলে যাচ্ছে, শুধু দু একটি কথা আগে পিছে হচ্ছে এবার আর মনে কোন সন্দেহ থাকলো না, বুঝতে পারলাম, আমার বন্ধু সত্যি সত্যি আধ্যাত্মিক শক্তিপ্রাপ্ত তখন তার জড়িয়ে ধরে বললাম, “আপনি একজন বড় পীর, আমি আপনাকে চিনতে পরিনি, কারণে তুই তোকারি করেছি; না জানি আরো কত অপরাধ করেছি মাফ করে দেন

বন্ধু বললো, “আরে পা ছাড়, তুই আগের মতো রয়ে গেলি তোর সাথে যখন পড়তাম, দেখেছি, তুই সবসময় না বুঝে ঘন্টার পর ঘন্টা রসায়ন মুখস্থ করতি আর কিছুদিনের মধ্যে ভুলে যেতি আর আমি বুঝে পড়তাম বলে কম পড়েও অনেক ভালো করতাম বিশেষ করে রসায়নে

বন্ধুর কথা পুরোপুরি বিশ্বাস হলো না ধারণা করলাম সে নিজের আধ্যাত্মিক শক্তির কথা প্রকাশ করতে চায় না তাই তাকে বুঝিয়ে বলতে বললাম ; বিশেষ করে সভাসমূহের কথা এবং আজকের পত্রিকার কথাগুলি

তিনি বললেন, “পর্যায় সারণীর কথা মনে আছে? যে সকল মৌল একই ধরনের আচরণ করে, একই বিক্রিয়া করে, তাদেরকে একটি গ্রুপ বা দলে রাখা হয়েছে এভাবে সকল মৌলকে কয়েকটি দলে ভাগ করা হয়েছে কোন মৌলের নাম জানা না থাকলেও তার কয়েকটি ধর্ম জানলেই বুঝা যায় তা কোন দলের ঠিক তেমনি আমাদের রাজনৈতিক নেতাদের কয়েকটি কথা শুনলেই বুঝা যায় কে কোন দলের গতকাল বিভিন্ন সভার একটু একটু বক্তৃতা শুনে বক্তাদের চিনতে পারিনি কিন্তু বক্তারা কোন কোন দলের তা বুঝতে কোন অসুবিধা হয়নি যেমন কোন মৌলের দুয়েকটি ধর্ম শুনলেই বলতে পারি কোন দলের আর আজকে? বিভিন্ন দলের বড় বড় নেতাদের নাম জানি, সুতরাং একজন নেতার নাম বললেই বলে দিতে পারি, তিনি কোন দলের, অতএব তিনি কি কি বলবেন

যেমন যে কোন চালাক ছাত্র কোন মৌল সম্পর্কে কিছু না জেনেও মৌলটি কোন গ্রুপের শুধুমাত্র এটুকু জেনেই সেই মৌল সম্পর্কে অনেক কিছু বলতে পারবে তুমি পরীক্ষা করে দেখতে পারো

আমি রসায়নের একটি বই এনে উল্টাতেই এক জায়গায় পেলাম পটাশিয়াম এর আলোচনা মৌলের সংকেত দেখি K মৌলটির নাম তাকে না বলে শুধু কয়েকটি ধর্ম বলতে থাকলাম সেও সাথে সাথে কিছু কথা যোগ করলো

আমিঃ মৌলটির যোজনী

সেঃ তাহলে মৌলটি পর্যায় সারণীতে ১ম গ্রুপের অর্থাৎ ক্ষারধাতু অথবা ৭ম গ্রুপের অর্থাৎ হ্যালোজেন

আমিঃ এটি পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে

সেঃ একমাত্র ১ম গ্রুপ অর্থাৎ ক্ষারধাতু, ২য় গ্রুপ অর্থাৎ মৃৎক্ষার ধাতু সমূহের নীচের সদস্যসমূহ অথবা আন্ত-অবস্থান্তর মৌলসমূহ তা করে দেখা যাচ্ছে যে তোমার বলা উভয় ধর্ম একমাত্র ক্ষারধাতু সমূহের আছে সুতরাং মৌলটি অবশ্যই ১ম গ্রুপের আমি স্বীকার করতে বাধ্য হলাম যে তার কথা ঠিক তখন সে বললো,”তোমাকে আর কিছু বলতে হবে না, মৌলটির নাম না জানলেও যখন জেনেছি যে ১ম গ্রুপের সদস্য এখন তার বাকী ধর্মগুলি আমিই বলে দিচ্ছি

একথা বলেই সে আরম্ভ করলো

() এটি অবশ্যই ধাতু সুতরাং তা ইলেক্ট্রোপজিটিভ এর বর্ণ রূপালী এবং উজ্জ্বল, এটি বিদ্যুৎ তাপ সুপরিবাহী

() ক্ষার ধাতু হওয়ায় তা অবশ্যই নরম, যাকে ছুরি দ্বারা কাটা যায় এর গলনাংক খুব কম

() এটি পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে সাথে ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে মৌলটির সংকেত M ধরা হলে তার হাইড্রোক্সাইডের সংকেত MOH এবং তা তীব্র ক্ষার বিক্রিয়াটি নিম্নরূপ

2M+2H20 = 2MOH + H2

() এটি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আয়োডিনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে যথাক্রমে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আয়োডাইড উৎপন্ন করে, যাদের সংকেত হচ্ছে যথাক্রমে MF, MCI, MBr MI ক্লোরিনের সাথে বিক্রিয়াটি ভাবে লিখা যায় -

2M + Cl2 = 2MCI

() মৌলের যৌগসমূহ আয়নিক বন্ধনীযুক্ত; অতএব প্রায় সকল যৌগ পানিতে দ্রবণীয়, উচ্চ গলনাংক স্ফুটনাংক বিশিষ্ট, স্কটিকাকার ভঙ্গুর।।

() আয়নিক বন্ধনীযুক্ত হওয়ায় মৌলের যৌগসমুহ উচ্চ তাপমাত্রায় গলিত অবস্থায় তড়িৎ পরিবাহী, সময় তড়িৎ বিশ্লেষণ হয় যেমন এর ক্লোরাইড লবণকে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে মুক্ত ধাতু এবং অ্যানোডে মুক্ত ক্লোরিন উৎপন্ন হবে

MCI → M+ + CI

ক্যাথোডেঃ M+ + e = M

অ্যানোডেঃ Cl- - e = Cl, 2Cl = Cl2.

অবশ্য জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ চালালে ক্যাথোডে মুক্ত ধাতুর পরিবর্তে উক্ত ধাতুর হাইড্রোক্সাইড হাইড্রোজেন পাওয়া যাবে

() ধাতুর লবণসমূহ শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যসহ বর্ণ দেখায়

আমাদের কথার মাঝখানে একজন পরিচিত ছাত্র এসে উপস্থিত সে বলে উঠলো, আপনি সোডিয়াম এর রসায়ন বলছেন বৎসর এটি আমাদের পরীক্ষার জন্য Important তাই কিছুক্ষণ আগে খুব ভালোভাবে মুখস্থ করে এসেছি

আমার বন্ধু বললো, “বোকা ছাত্ররাই Important প্রশ্ন খুঁজে খুঁজে মরে এবং লাফ দিয়ে দিয়ে Important অংশ সমূহ মুখস্থ করে ধারাবাহিকভাবে না পড়ায় তাদেরকে না বুঝে মুখস্থ করতে হয়, ফলে অতি শীঘ্র তারা তা ভুলে যায় যারা ধারাবাহিকভাবে এবং বুঝে পড়ে, তারা প্রকৃতপক্ষে অনেক কম পরিশ্রমে সব কিছু শিখে, ফলে পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন তা কঠিন হয় না যা হোক আমি শুধু সোডিয়াম এর রসায়ন বলছিলাম না, ১ম গ্রুপ এর সকল সদস্য যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, সিজিয়াম ফ্রানসিয়ামের রসায়ন বলছিলাম পর্যায় সারণী হতে বুঝা যায় যে ১১৯ নং মৌলও ১ম গ্রুপের সদস্য হবে তা এখনো আবিষ্কৃত হয়নি তবে যখন আবিষ্কৃত হবে দেখবে আমার বলা কথাগুলি তার বেলায়ও প্রযোজ্য হবে যা হোক বর্তমানে তোমরা বই খুলে পাঁচটি মৌলের বেলায় পরীক্ষা করে দেখতে পারো দেখবে সব মিলে যাবে সুতরাং তোমরা চালাক হলে সব মৌলকে আর পৃথক পৃথকভাবে শিখবেনা, একসাথে সব শিখবে একটা কথা অবশ্য বলে দেই লিথিয়াম সম্পর্কে ৯৯% ভাগ মিলবে, % মিলবেনা যেমন লিথিয়াম কার্বনেট ফসফেট পানিতে অদ্রবণীয়

* অধ্যায়টি ১৯৯৩-৯৪ এর দিকে লেখা, যখন বি,এন,পি ক্ষমতায় ছিলো।

ট্যাগসঃ মৃৎ ক্ষার ধাতু,গল্পে গল্পে অণু ও পরমাণু,Alkaline Metals,group 1 elements,গ্রুপ ১ এর মৌল,Molecules and Atoms,SKS Hazari Sir

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন