মজার তথ্য,বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রানকলিন এর আশ্চর্য তথ্য,Amazing facts about Benjamin Franklin |
বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রানকলিন এর আশ্চর্য তথ্য - Amazing facts about Benjamin Franklin
- - - - - - - - - - - - - - - - - -
বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রানকলিন এর নাম
শুনেন নাই,
এমন লোক খুজে পাওয়া ভার। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী,লেখক প্রকাশক, রাজনীতিবিদ,
কূটনীতিক, উদ্ভাবক, সৈনিক,
সমাজকর্মী, গ্রন্থাকার,
পোস্টমাস্টার, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক
ইত্যাদি। আমেরিকার ইতিহাসে সর্ব প্রথম পাবলিক লাইব্রেরী, পাবলিক
হাসপাতাল, পাবলিক পোস্টঅফিস চালু করেন। আমেরিকার
রাজনীতিতেও ছিলো তার অনেক ভুমিকা, মার্টিল লুথার কিং এর বহু
আগেই বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন বহু জিনিস
নিয়ে। উদ্ভাবন করেছেন ফ্রানকলিন স্টোভ, সুইমিং ফিন, গ্লাস আরমোনিকা, বাই ফোকালস,লাইটিং
রড ইত্যাদি।
আজকে এই মহান ব্যাক্তিটির কিছু অজানা
তথ্য তুলে ধরবঃ
১।তিনি একাধারে ৫ টি ভাষায়(ইংরেজী, ল্যাটিন, ফ্রেঞ্চ,
স্পেনিশ,ইটালিয়ান) কথা বলতে পারতেন।
২।ফ্রানকলিনরা
মোট ১৭ জন ভাই বোন ছিলেন।(আমেরিকার এনজিও গুলা, এশিয়া আর আফ্রিকায় পরিবার পরিকল্পনা নিয়ে ব্যাপক কাজ করতেছে, আর নিজেদের কোন খবর নাই।)
৩।আমেরিকান রা গুনি ব্যাক্তির কদর
করতে জানে,
তাই তারা ১০০ ডলারের নোটে তার ছবি সংযুক্ত করেছে।
৪।বারো বছর বয়সেই তিনি জিবিকার
অন্বেষনে নেমে যান, আর
কাজ নেন বড় ভাই এর প্রিন্ট শপ এ।
৫। তিনি বিদ্যুৎ নিয়ে পরীক্ষা করতে
গিয়ে দুইবার মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন।
৬।তিনি সর্ব প্রথম ইন্সুরেন্স
কোম্পানি চালু করেন।
৭। সন্ধ্যা বেলা সারা দিনের
কর্মব্যাস্ততা শেষে যখন রকিং চেয়ারে গা এলিয়ে আরাম করেন, তখন আশা করি বেঞ্জামিন ফ্রানকলিন এর কথা স্মরণ
করবেন, কারন তিনি রকিং চেয়ারের উদ্ভাবক কিনা!!!
৮।তার জানাজায় প্রায় ২০০০০ মানুষ
হয়েছিল, আজকের
যুগে যদিও এটা কোন ব্যাপার না, কিন্তু
১৭৯০ সালের কথা ভেবে দেখেন, সেই
সময় ২০০০০ অনেক বিশাল সংখা।
৯। ২২ বছর বয়সেই তার তিনি
পেনসিলভানিয়া গ্যাজেট নামক একটি নিউজ এবং প্রিন্টিং কোম্পানির মালিকে পরিণত হন।
১০। "fart proudly(বায়ু ত্যাগ করুন গর্বিত ভাবে)" তার একটি বিখ্যাত প্রবন্ধ, নাম শুনে মনে হচ্ছে কোন কৌতুক বা রম্য রচনা, আসলে
এটি একটি বিজ্ঞান বিষয়ক নিবন্ধ।
১১। আমরা যে দুই লেন্স ওয়ালা চশমা
ব্যাবহার করছি,
এর উদ্ভাবক কিন্তু বেঞ্জামিন ফ্রানকলিন।চোখের সমস্যা গ্রস্ত লোকেরা
তার কাছে চীর কৃতজ্ঞ থাকবে।
১২। গ্লাস হারমোনিকা ইউরোপ এ এতোটাই
জনপ্রিয়তা লাভ করে যে,
মোজার্ট আর বেটোভেন নতুন করে এই যন্ত্রের জন্যে মিউজিক রচনা করেন।
১৩। তিনি তার উদ্ভাবিত যন্ত্রগুলোর
কখোনোই পেটেন্ট করেন নাই।
১৪। সাতারু ও ডুবুরিরা বর্তমানে যে
সুইমিং ফিন ব্যাবহার করে তা তিনি উদ্ভাবন করেন মাত্র ১১ বছর বয়সে।
১৫। একই সাথে তিনি হার্ভার্ড ও ইয়েল
ইউনিভারসিটি থেকে সম্মানসূচক ডিগ্রি নিয়েছেন।
১৬। তার নিজের লিখিত আআত্মজীবনীগ্রন্থ
টি ইংরেজী সাহিত্যে ক্লাসিক্স এর মর্যাদা দেয়া হয়।
১৭। তিনি ফোনেটিক এলফাবেট তৈরি
করেছিলেন, c, j, w, x, y, q
এই ধ্বনি গুলো উচ্চারন ইংরেজি ভাষায় যুক্ত করেছিলেন। battery,
brushed,
charged,
conductor, electrician ইত্যাদি শব্দ গুলো
তিনি যুক্তকরেছিলেন ইংরেজী ভাষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন