শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

বল পয়েন্ট কলমে কি বল থাকে? – Ballpoint pen and its Ball

 

বল পয়েন্ট কলমে কি বল থাকে,Ballpoint pen and its Ball
বল পয়েন্ট কলমে কি বল থাকে? Ballpoint pen and its Ball

আসলে বল পয়েন্ট পেনে সত্যিই একটি বল থাকে কিন্তু সেটা থাকে কোথায়?

কলমের যে চোখা শিষ দিয়ে আমরা লিখি, তার ভেতরে কোণাকৃতি খোপের ভেতর ছোট গোল বলটি শিষের মুখ আটকে বসে থাকে এর পেছনে সরু নলে কালি থাকে লেখার সময় চাপে শিষের মুখের ফাঁক গলে কালি বের হয় আর তখনই লেখা হয় কলমের কালিতে স্পিরিট বা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যা লেখার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় মোটামুটি কাজ চলে এমন বল পয়েন্ট কলম ১৯৩৭ সালে প্রথম পেটেন্ট করেন আর্জেন্টিনাবাসী লাজলো জোসেফ বায়ারো তিনি ছিলেন একজন হাঙ্গেরীয় ১৯৩৮-৩৯ সালে কলম জনপ্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে এটি বিশেষ সমাদর পায় তাদের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল চাইছিলেন এমন এক ধরনের কলম, যেটা বৈমানিকরা নিরাপদে ব্যবহার করতে পারবে, অনেক উঁচুতে উড়লেও কালি ঝরবে না, লেখার পর কালি দ্রুত শুকিয়ে যাবে এবং সে কালির লেখা সহজে নষ্ট হবে না এসবের সমাধান দিল বল পয়েন্ট কলম কলমের বলগুলো প্রথম দিকে ছিল শুধু স্টেইনলেস স্টিলের তৈরি এখন অবশ্য অন্যান্য ধাতু, এমনকি প্লাস্টিকেরও হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন