বুধবার, ২৮ জুলাই, ২০২১

কর্ণ সম্পর্ক – গল্পে গল্পে অণু ও পরমাণু – ৫ – এস কে এস হাজারী - Diagonal relationship – Story of Atoms and Molecules – 5 – SKS Hazari

 

কর্ণ সম্পর্ক,গল্পে গল্পে অণু ও পরমাণু,সরোজ কান্তি সিংহ হাজারী,Diagonal relationship্‌Story of Atoms and Molecule,SKS Hazari

কর্ণ সম্পর্ক গল্পে গল্পে অণু ও পরমাণু এস কে এস হাজারী - Diagonal relationship – Story of Atoms and Molecules – 5 – SKS Hazari

 

গণতন্ত্র দিবসের দু তিনদিন পরে আমার বাসায় কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম মেয়েরা একত্রিত হলেই শাড়ী, গয়না ইত্যাদি নিয়ে আলোচনা করে আর পুরুষেরা রাজনীতি নিয়ে আলোচনা, মানে তর্ক বা ঝগড়া করে সুতরাং একটু পরেই আমাদের আলোচনা রাজনীতির দিকে গড়ালো

একবন্ধু বলে উঠলো প্রত্যেক দলের নেতার কথাবার্তা তার দলের অন্যদের থেকে একটু ব্যতিক্রমধর্মী হয়

আমার সেই অন্ধ বন্ধুর উত্তর, তা তো ঠিকই, আওয়ামী লীগেররা তো বলবে শেখ হাসিনা, এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে শেখ হাসিনা কি তা বলতে পারেন? বি.এন.পি ওয়ালারাও একইভাবে খালেদা জিয়ার পিছনে থাকতে চাইলেও খালেদা জিয়া তো তা পারেন না

অন্য এক বন্ধু বলে উঠলো,আপনি রাজনীতিকদের পক্ষে যতই সাফাই গান না কেন, নেতাদের আচার আচরণ অনেক সময় তাদের বাহ্যিক ভূমিকার বিপরীতধর্মী যেমন সোভিয়েট ইউনিয়ন সমাজতন্ত্রের জন্য ক্যাপিটালিজমের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছে অথচ তার অনেক নেতা নাকি বড় ক্যাপিটালিষ্ট (পুঁজিবাদী) শুনি রাশিয়া নাকি এখনো আমেরিকার প্রতিপক্ষ অথচ তার নেতা ইয়েলেটসিনকে ক্ষমতায় রাখার জন্য আমেরিকার কি প্রচেষ্টা ভারত পাকিস্তান নাকি পরস্পরের শত্রু, তাদের মধ্যে যুদ্ধে অনেক সৈন্য মারা গেছে অথচ পত্রিকায় দেখি ১৯৭২ সনে বাংলাদেশে আটকে পড়া ভূট্টোর এক বান্ধবীকে পাকিস্তানে পৌছে দেওয়ার জন্য ইন্দিরা গান্ধী ব্যক্তিগতভাবে বিশেষ ব্যবস্থা নেন অন্য দেশের কথা বাদ দেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা শুনা যায় তারা নাকি ইসলাম বিরোধী বি এন পি থেকে তো একথা প্রকাশ্যে সভায় বলা হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আর আজান শুনা যাবে না, উলুধ্বনি শুনা যাবে অথচ দেখুন নির্বাচনের আগে শেখ হাসিনার পোশাক দেখলে মনে হয় তিনি কোন ইসলামিক ধর্মীয় পার্টির সদস্য অপরদিকে বি.এন.পি ইসলামী সংস্কৃতি ইত্যাদির ধারক বলে দাবী করে, তার প্রধান নেত্রীকে দেখলে তার উল্টোটা মনে হয়

এক বন্ধু বললো, জাতীয় পার্টি আওয়ামীলীগের মধ্যে শুনি কত বিরোধ এমনকি এরশাদের আমলে চট্টগ্রামে আওয়ামী লীগের সভায় গুলি করা হয় অথচ শুনা যায় জাতীয় পাটির নেতা এরশাদ নাকি আওয়ামী লীগের সাথে গভীর সম্পর্ক রাখেন

অন্য এক বন্ধু আওয়ামী লীগের সমর্থক, সে আর চুপ করে থাকতে পারলো না বললো- এই যে বি.এন.পি জাতীয় পাটির বিরুদ্ধে এতো কথা বলে; যে বিএনপি ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টির সকল সভা পুলিশ বা গুন্ডা লেলিয়ে ভেঙ্গে দেয়, তাদের আসল চেহারা কি? এরশাদকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য বি.এন.পির নেতারা জেলে এরশাদের নিকট দূত পাঠায় আসল কারণ-যেভাবে হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না

সময় আরেক বন্ধু আমার অন্ধ বন্ধুকে টিপ্পনি কাটলো, তুমি তো দুদিন আগে রাজনীতিকদের সাথে রাসায়নিক মৌলদের সাদৃশ্য দেখালে নেতাদের ধরনের আচরণ সম্পর্কে কি বলবে?

অন্ধ বন্ধু উত্তর দিলো, পর্যায় সারণিতেও একই বিষয় লক্ষ্যণীয় প্রতিটি গ্রুপের শীর্ষে অবস্থানকারী মৌল বেশ কিছু ক্ষেত্রে অন্য গ্রুপের সদস্যদের ন্যায় আচরণ করে একে বলা হয় কর্ণ সম্পর্ক যেমন গ্রুপ-IA এর শীর্ষে অবস্থানকারী লিথিয়াম কোন কোন ক্ষেত্রে গ্রুপ IIA এর ন্যায় আচরণ করে গ্রুপ IIA এর শীর্ষে অবস্থানকারী বেরেলিয়াম অনেক ক্ষেত্রে গ্রুপ- IIIA এর ন্যায় আচরণ করে গ্রুপ - IIIA এর শীর্ষে অবস্থানকারী বোরন গ্রুপ -IVA এর সদস্যদের ন্যায় আচরণ করে তুমি যদি কোন দলের প্রধান হতে পার, তখন তুমিও কর্ণ সম্পর্কের সুযোগ নিতে পার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন