এসি দিয়ে কি বিশ্বের উষ্ণতা কমানো সম্ভব? Global worming and Air Conditioning
গ্রিনহাউস এফেক্টের জন্য বিশ্বের উষ্ণতা বাড়ছে। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের হাজার হাজার বছরের জমাটবাধা বরফ গলতে শুরু করেছে। এর ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাবে। বাংলাদেশসহ অনেক দেশের উপকূল অঞ্চল ডুবে যাবে। সুতরাং এর একটা প্রতিকার বের করতে হবে। বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা কমানোর উপায় নিয়ে বিজ্ঞানীরা চিন্তাভাবনা করছেন। আচ্ছা, যদি কোটি কোটি এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) চালিয়ে দেওয়া হয়, তাহলে কি পৃথিবীর তাপমাত্রা কমানো সম্ভব? এসি যদি ঘর ঠাণ্ডা করতে পারে, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল ঠাণ্ডা করতে পারবে না কেন? এর উত্তর হলো - না এবং না। এসি দিয়ে পৃথিবীর তাপমাত্রা কমানো মোটেই সম্ভব নয়। বরং কোটি কোটি এসি ছাড়লে তাপমাত্রা আরও বেড়ে যাবে। এসি আসলে যেটা করে তা হলো ঘরের বাতাসের গরমটুকু শুষে নিয়ে ঘরের বাইরে বের করে দেয়। ঘর ঠাণ্ডা হয় কিন্তু বাইরের বাতাস গরম হয় । খোলা বাতাসে কোটি কোটি এসি চালালে একদিকের বাতাস ঠাণ্ডা হলেও আরেকদিকের বাতাস গরম হয়ে গড় উষ্ণতা সমানই থেকে যাবে। সুতরাং এসি দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল ঠাণ্ডা করার চেষ্টা বৃথা। বরং এসি চালানোর জন্য যে বিদ্যুৎ লাগবে তা উৎপাদনের জন্য বিপুল জ্বালানি ব্যবহার করতে হবে, পরিণামে বায়ুমণ্ডলে আরো কার্বন-ডাই-অক্সাইড ছড়াবে, যা বিশ্বের তাপমাত্রা বাড়াতে সহায়ক হবে। আবার অন্যভাবেও তাপমাত্রা বাড়বে। কারণ তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনে অনেক তাপ বাতাসে চলে যায়। ফলে কোটি কোটি এসি চালাতে গেলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা না কমে বরং আরো বেড়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন