বাতাসের কি ভর আছে?,Mass of the Air |
বাতাস এত হাল্কা যে কখনো মনে হয় না তার ওজন আছে। কিন্তু যেকোনো বস্তুর মতো বাতাসেরও ওজন আছে, সেটা যত কমই হোক না কেন। এক ফুট দৈর্ঘ্য, এক ফুট প্রস্থ ও এক ফুট উচ্চতার একটি বাক্সে অর্থাৎ এক ঘনফুট স্থানে যে পরিমাণ বাতাস থাকে তার ওজন প্রায় ০.০৮০৭ পাউন্ড বা ৩৬.৬১ গ্রাম। এই ওজন কীভাবে বের করা যায় সেটা আমরা আলোচনা করতে পারি। বায়বীয় পদার্থের ওজন বের করার একটি পদ্ধতি আছে। গ্যাসের একটি ধর্ম হলো স্বাভাবিক চাপ ও তাপে (এসটিপি) ২২.৪ লিটার আয়তনের যেকোনো গ্যাসে অণুর সংখ্যা ধ্রুব (একটি স্থির সংখ্যা)। একে বলে অ্যাভোগ্যাড্রোর নম্বর। এটা মোল নামে পরিচিত। সুতরাং আমরা সহজেই বের করতে পারি এক ঘনফুট বাতাসের আয়তন কত লিটারের (=১০০০ সি. সি.) সমান এবং সেখান থেকে জানতে পারি সেখানে কত মোল বাতাস আছে। আবার পিরিয়ডিক টেবল থেকে আমরা জানতে পারি বিভিন্ন পদার্থের পারমাণবিক ভর। সুতরাং আমরা যদি বাতাসের বিভিন গ্যাসীয় উপাদানের পরমাণুর সংখ্যা বের করে তাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব তাদের ভর। বাতাসে থাকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন, আরগন, নিয়ন, হিলিয়াম, ক্রিপটন, জেনন প্রভৃতি।
বাতাসের কি ভর আছে?,Mass of the Air |
এক ঘনফুট বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকে তার ওজন ওই হিসাব থেকে দাঁড়ায় ৮.৪৯ গ্রাম, নাইট্রোজেন ২৭.৬৩ গ্রাম, কার্বন-ডাই-অক্সাইড ০.০২ গ্রাম, আরগন ০.৪৭ গ্রাম। অন্য গ্যাসগুলোর ওজন এত কম যে উপেক্ষা করা যায়। এখন এই গ্যাসগুলোর ওজন যোগ করে আমরা পাই, এক ঘনফুট বাতাসের ওজন ৩৬.৬১ গ্রাম । ওজনটা একেবারে নগণ্য নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন