মাকড়সা কেন জাল বোনে?,Spider web |
মাকড়সা কেন জাল বোনে? – Spider web
মাকড়সার জাল সকলেরই জানা। মাকড়সা খুব তাড়াতাড়ি জাল বোনে। জেলেরা জাল বোনে মাছ ধরার জন্য, কিন্তু মাকড়সা কেন জাল বোনে? মাকড়সার পেটের ভেতরে কয়েকটা গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি থেকে এক ধরনের চটচটে আঠালো রস বের হয়। এই রস মাকড়সার শরীরের পিছনে ছুঁচের মতো কতগুলো নল দিয়ে বেরিয়ে আসে। কিন্তু হাওয়া লাগলেই তা শুকিয়ে খুব সরু সূতো হয়ে যায়। এই সূতো দিয়েই মাকড়সা জাল তৈরি করে। জাল তৈরির সময়ে মাকড়সা প্রথমে একটা ভালো জায়গা বেছে নিয়ে মাঝখানের একটা বিন্দু থেকে সাইকেলের চাকার স্পোকের মতো সব দিকে ছড়িয়ে পড়ে। তারপর সুতোগুলো দিয়ে একটার পর একটা চাকা তৈরি করে। এভাবেই মাকড়সার জাল তৈরি হয়। জাল তৈরি হলে মাকড়সা জালের ভেতর থেকে একটি সূতো নিয়ে অনেক দূরে সূতো ধরে বসে থাকে খাদ্যের অপেক্ষায়। আসলে মাকড়সার জাল খাবার ধরার ফাঁদ। এই ফাদে ছোট ছোট পোকা পড়লে মাকড়সা সেই পোকা ধরে খেয়ে ফেলে। জালের চটচটে আঠায় পোকার শরীর আটকে যায়। কিন্তু মাকড়সার পা থেকে এক ধরনের তেল বেরোয়, যার ফলে মাকড়সা জাল ধরে হাঁটার সময়ে জালের সূতোয় আটকে যায় না। ধীরে ধীরে মাকড়সা পোকাটার কাছে এগিয়ে আসে এবং আরো সূতো তৈরি করে পোকাটাকে জড়িয়ে ফেলে। তারপর হুল ফুটিয়ে পোকাটাকে মেরে ধীরে ধীরে পোকাটাকে খেয়ে ফেলে। মজার ব্যাপার হল, শুধু মেয়ে মাকড়সাই জাল বুনতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন