পেন্সিলের শিস কি থেকে তৈরি হয়,What is pencil lead made of,প্লামবাগো (Plumbago),গ্রাফাইট এর সংকেত, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী |
পেন্সিলের শিস কি থেকে তৈরি হয়? What is pencil lead made of?
ড্রয়িং অথবা লেখা, যাই হোক না কেন, স্কুলের পড়াশোনার বড় অংশই সারতে হয় পেন্সিলে। কত রকম, কত রঙের পেন্সিল । কোনো পেন্সিলের শিস নরম, আবার কোনোটা বা শক্ত। এক এক ধরনের শিস এক এক কাজে লাগে।
পেন্সিলের শিস তৈরি হয় গ্রাফাইট খনিজের সঙ্গে মাটি মিশিয়ে। প্রকৃতিতে প্রাপ্ত গ্রাফাইটের আসল নাম প্লামবাগো (Plumbago)। কার্বন পরমানু ষষ্ঠভুজ কাঠামোতে প্লামবাগো বা গ্রাফাইট গঠন করে। মজার তথ্য হল এই প্লামবাগোই মাটির নিচে অবিশ্বাস্য তাপ ও চাপে হীরাতে রূপান্তরিত হয়।
গ্রাফাইট দেখতে ঝকঝকে কালো, ওজনে হাল্কা, মসৃণ, নরম, সহজেই কাগজের ওপর দাগ পড়ে। হাতে ধরলে সাবানের মতো পিছল মনে হয়। রাসায়নিক দৃষ্টিতে গ্রাফাইট আসলে কার্বন। শুধুমাত্র পেন্সিলের শিস নয়, অন্যান্য নানা কাজেও গ্রাফাইটের কদর। কারণ গ্রাফাইট বিদ্যুৎ ও অনেক তাপ সইতে পারে ও অ্যাসিডের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। কাঁসা, তামার মতো ধাতু গলানোর পাত্র, ব্যাটারি, ইলেকট্রোড তৈরিতে ব্যবহৃত হয় কার্বন। প্রকৃতিতে গ্রাফাইট পাওয়া যায় রূপান্তরিত শিলায়।
একটা প্রশ্ন গ্রাফাইট দিয়ে তৈরী অথচ এর নাম পেন্সিলের সীস বা সীসা কেনো?
আসলে অনেক আগে রোমানরা লেখার জন্যে সীসা দিয়ে
তাদের লেখার বা আঁচর কাটার জিনিস (Stylus) তৈরী করত। সেখান থেকেই নাম হয়ে গেছে পেন্সিলের সীস বা সীসা।
ট্যাগঃ পেন্সিলের শিস কি থেকে তৈরি হয়,What is pencil lead made of,প্লামবাগো (Plumbago),গ্রাফাইট এর সংকেত, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন