রেললাইনে পাথর বিছানো থাকে কেন?,Why are there stones on railway tracks? |
রেললাইনে পাথর বিছানো থাকে কেন? Why are there stones on railway tracks?
রেললাইনে পাথর বিছানোর মূল উদ্দেশ্য হলো নিচের মাটি যেন রেলের ওজন বহন করতে পারে তার ব্যবস্থা করা। মোটামুটি দৈর্ঘ্যের একটা রেলগাড়ির গড় ওজন প্রায় ছয় শ' টন। কিন্তু রেলগাড়িটি যখন চলতে শুরু করে তখন সে মাটির ওপর আরো বেশি চাপ ফেলে। যেমন, প্রতি কিলোমিটার গতিবেগের জন্য ওই ট্রেন মাটিতে প্রায় সাড়ে ছয় হাজার টন ওজনের সমান চাপ ফেলে। এই বিরাট চাপ সহ্য করার জন্যই রেললাইনে পাথর ব্যবহার করা হয়। প্রথমে মাটিতে পাথর বিছানো হয়। এর ওপর কাঠের বা স্টিলের স্লিপার থাকে। এই স্লিপারের ওপর রেললাইন স্থাপন করা হয়। পাথর বিছানোর উদ্দেশ্য হলো যেন রেলের নিচের স্লিপারগুলো নড়েচড়ে না যায় এবং একই সঙ্গে নিচের মাটি যেন শক্ত থাকে। পাথর না থাকলে রেলের ওজনের চাপে রেললাইনের নিচের মাটি ডেবে যেত এবং রেল দুর্ঘটনা অবধারিত হয়ে উঠত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন