বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ঘড়ির কাঁটা কেবল ডান দিকে ঘোরে কেন? - Why does the clock tick only to the right?

ঘড়ির কাঁটা কেবল ডান দিকে ঘোরে কেন,Why does the clock tick only to the right, সূর্য ঘড়ি, Sun clock

ঘড়ির কাঁটা কেবল ডান দিকে ঘোরে কেন? - Why does the clock tick only to the right?

ব্যাপারটা আমাদের কাছে এতই স্বাভাবিক হয়ে গেছে যে নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ আছে বলে কখনো মনে হয় না বিলেত, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসর্বত্রই ঘড়ির কাঁটা বাম থেকে ডান দিকে ঘোরে এখানে অন্য রকম কিছু হয় না এর একটা ব্যাখ্যা হতে পারে এই যে ঘড়ির কাঁটা একই দিকে না ঘুরলে বিভ্রাট দেখা দেবে লন্ডনে যদি ঘড়ির কাটা বা দিকে ঘুরত তাহলে বাংলাদেশের ঘড়িটি সেখানে ব্যবহার করা যেত না সেজন্যই দেখা যায় বহুল ব্যবহৃত কোনো যন্ত্রপাতি বা কার্যক্রম সব দেশে একই ধরনের নিয়ম অনুসরণ করে যেমন, বিভিন্ন দেশের ভাষা বিভিন্ন হলেও সব দেশের বিমানবন্দরগুলো বিমান চালকের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য শুধু ইংরেজি ভাষা ব্যবহার করে যেহেতু ইংরেজি ভাষা বিশ্বে অনেক বেশি প্রচলিত, তাই এটাই বিমান চলাচলে সাধারণ ভাষা হিসেবে গৃহীত হয়েছে একইভাবে সকলের সুবিধার জন্যই সব ঘড়ির কাটা একদিকে ঘোরার বিষয়টি প্রচলিত হয়েছে কিন্তু এই ঘোরাটা কেন ডান দিকে, বাঁ দিকে ঘুরলে কী দোষ ছিল? এটাই হলো আসল প্রশ্ন

ঘড়ির কাঁটা কেবল ডান দিকে ঘোরে কেন,Why does the clock tick only to the right, সূর্য ঘড়ি, Sun clock

এর কারণ হলো কাঁটা ঘুরে সময় জানায় এমন ঘড়ি প্রথম আবিষ্কার হয় ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে যেহেতু ইউরোপ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, সে কারণেই ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরার প্রচলন হয় কারণ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে ঘড়ির সময় সম্পর্কিত উত্তর গোলার্ধ থেকে সূর্যকে সব সময় দক্ষিণের আকাশে দেখা যায় এবং সব সময় সেটা পূর্ব থেকে পশ্চিমে যায়, অর্থাৎ আকাশে সূর্যের গতিপথ হলো বাঁ থেকে ডানে প্রথম দিকে ছিল সূর্যঘড়ি ঢাকার বলধা গার্ডেনে রকম সূর্যঘড়ি আছে লক্ষ করলে দেখা যাবে এই ঘড়িতে একটি লোহার শিকের ছায়া বা থেকে ডান দিকে যায় এবং সেই ছায়ার অবস্থান থেকেই সময় জানা যায় অনুরূপভাবে প্রথম আবিষ্কৃত ঘড়ির কাঁটাও বাঁ থেকে ডান দিকে ঘোরার ব্যবস্থা করা হয় ঘড়ি যদি অস্ট্রেলিয়ায় আবিষ্কার হতো তাহলে হয়তো ঘড়ির কাটা উল্টো দিকে, অর্থাৎ ডান থেকে বাঁ দিকে ঘুরত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন