হিমশৈল বা বরফ পানিতে ভাসে কেন?,Why does ice float in water? |
হিমশৈল পানিতে ভাসে কেন? - Why does ice float in water?
হিমশৈল কথাটির অর্থ বরফের পাহাড়। এই পাহাড় পুরোপুরি বরফেরই তৈরি, পাহাড়ের গায়ে বরফ জমে তৈরি বরফের পাহাড় নয়। এই পাহাড় কেন সমুদ্রের পানিতে থাকে, ভাসেই বা কি করে!
পানি জমে বরফ হয়। পাহাড়ী এলাকায় এই বরফ যখন চলতে শুরু করে, তখন তাকে বলে হিমবাহ। হিমবাহ থেকে বিরাট বরফের চাঙড় সমুদ্রে ভেঙে পড়লে তা হয় হিমশৈল। পানি জমে ববফ হলেও, বরফের ঘনত্ব পানির চেয়ে কম। তাই হিমশৈল পানিতে ভাসে, যদিও ভাসমান অবস্থায় হিমশৈলের বিরানব্বই শতাংশ বা বারো ভাগের এগারো ভাগ অংশই পানির নিচে ডুবে থাকে। তাই কেবল ভাসমান অংশটুকু দেখে পুরো হিমশৈলের আকার কল্পনা করা খুব কঠিন। সাধারণ অবস্থায় হিমশৈলের দেখা মেলে মেরু অঞ্চলের সমুদ্রে, কিন্তু সমুদ্র স্রোতের ধাক্কায় মেরু অঞ্চলের সমুদ্র ছেড়ে নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে প্রায়ই চলে আসে। জাহাজ চলাচলের পথে হিমশৈল প্রায়ই সমস্যার সৃষ্টি করে। ১৯১২ সালের ১৫ এপ্রিল ব্রিটিশ জাহাজ টাইটানিক সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বিশাল বড় এক হিমশৈলের ধাক্কায় ডুবে যায়। প্রাণ হারায় ১৫১৩ জন মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন