রক্তের রঙ লাল কেন,Why is blood red in colour |
রক্তের রঙ লাল কেন? Why is blood red in colour?
শরীরের মধ্যে প্রতিটি ধমনী, শিরা ও রক্তজালিকার মধ্যে দিয়ে সারাক্ষণ যে রক্ত প্রবাহিত হয়, তার ৪৫ শতাংশ কোষ ও বাকি ৫৫ শতাংশ রক্তরস বা প্লাজমা। রক্তকোষ তিন রকমের হয়— লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা বা প্লেটলেট। লোহিত কণিকার চেহারা হয় চাকতির মতো ও দ্বিঅবতল। কিন্তু এই কোষের মধ্যে অন্যান্য জীবিত কোষের মতো কোনো নিউক্লিয়াস থাকে না। তার বদলে থাকে হিমোগ্লোবিন। প্রতিটি হিমোগ্লোবিন অণু তৈরি হয় হিম ও গ্লোবিন নামক প্রোটিন দিয়ে। হিম-এর মধ্যে থাকে একটি লোহার আয়ন যা আবদ্ধ থাকে এক জটিল অজৈব পদার্থের মধ্যে। এই লোহার আয়ন ফুসফুস থেকে অক্সিজেন অণু ধরে নিয়ে জীবন্ত কোষগুলোতে পৌছে দেয়। এই হিমের রঙ লাল বলেই রক্তের রঙ লাল হয়। একটি লোহিত কণিকার আয়ু মাত্র ১২০ দিন। প্রতি সেকেন্ডে প্রায় ২০-৩০ লক্ষ লোহিত কণিকার মৃত্যু হয় এবং হাড়ের লালমজ্জা কোষ থেকে সমসংখ্যক লোহিত কণিকা সৃষ্টি হয়। এই বিশ থেকে ত্রিশ লক্ষ সংখ্যাটা অনেক বড় মনে হতে পারে। আসলে আমাদের দেহের লোহিত রক্ত কণিকার সংখ্যা প্রায় ২৫ ট্রিলিয়ন। সেই তুলনায় এটা একেবারেই নগন্য একটি সংখ্যা।
কোনো কারণে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে রক্তের রঙ ফ্যাকাশে লাল হয়ে যায় এবং রক্তাল্পতা জাতীয় রোগের সৃষ্টি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন