BCS Exam preparation,General Science,তাপ ও তাপমাত্রা,সাধারণ বিজ্ঞান,বিসিএস পরীক্ষা প্রস্তুতি |
তাপ ও তাপমাত্রা – সাধারণ বিজ্ঞান – বিসিএস পরীক্ষা প্রস্তুতি – Heat and Temperature - BCS Exam Preparation – General Science
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
-0° বা 273K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে।
-পরম শূন্য তাপমাত্রা বলে -273 K তাপমাত্রাকে।
-ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক 212°F !
-সেলসিয়াস স্কেলে তা ১০০। এক ক্যালরি সমান ৪.২ জুল।
-এক জুল সমান ০.২৪ ক্যালরি।
-ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল –40° তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে।
-মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4°F বা 36.9°c।
-থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ পারদ অল্প তাপে বেশি বৃদ্ধি পায়।
-ডাক্তারগণ জ্বর মাপেন ক্লিনিক্যাল থার্মোমিটার দ্বারা। ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে– 95°-110°F পর্যন্ত।
-4°C তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি ও ভারী।।
-সমান তাপে পানি অপেক্ষা দুধ আগে ফোটে কারণ দুধ বেশি তাপ গ্রহণ করতে পারে।
-তরলের প্রসারণ হল আয়তন প্রসারণ।
-লোহা থেকে পিতলের প্রসারণ বেশি হয়।
-ভূপৃষ্ঠ হতে উপরে উঠলে বায়ুর চাপ কম থাকায় শরীর ফেটে রক্ত পড়ে।
-প্রেসার কুকারে চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাংক বাড়ে।
-আপেক্ষিক তাপের একক Jkg-1K-1।
-NTP = Normal Temperature and Pressure.
-পেট্রোল ইঞ্জিনে থাকে কার্বুরেটর।
-তাপ বিকিরণে বাধা প্রদান করে মেঘলা আকাশ।
-পানি জীবাণুমুক্ত হয় 100° তাপমাত্রা গ্রহণেরও প্রায় ১৫-২০ মিনিট পর।
-পানি 100° C তাপমাত্রা গ্রহণের পর আর পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না।
-রেললাইনে ফিস প্লেট দুটি রেলকে সংযুক্ত করে রাখে।
-বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণে চামড়া ও ঠোট ফেটে যায়।
-1 ca = 4.2J, 1J = 0.24cal
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
রাশি – একক - প্রতীক
তাপ -জুল (S.I), ক্যালরি (CGS) - J, cal
তাপমাত্রা - কেলভিন (S.I.), সেলসিয়াস (CGS) K, C
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
স্কেল - প্রতীক - নিম্ন মান - উধ্বমান
সেলসিয়াস- C – 0° - 100°
কেলভিন – K – 273 - 373
ফারেনহাইট – F – 32° - 212°
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
-পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1 ⁄ 273.6 ভাগকে এক কেলভিন (K) বলে। ত্রৈধবিন্দুর তাপমাত্রা273K।।
-৭৬ সেন্টিমিটার পারদ চাপকে বলে প্রমাণ চাপ।
-তাপ সঞ্চালন প্রক্রিয়া তিনটি পরিবহন, পরিচলন ও বিকিরণ।
-তাপ দ্রুত সঞ্চালিত হয়—বিকিরণ পদ্ধতিতে।
-ট্রাফিক পুলিশ সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে তাপ বিকিরণ হতে বাঁচতে।
-পাখার বাতাসে শরীরে ঠাণ্ডা অনুভূত হওয়ার কারণ বাষ্পয়ন শীতলতার সৃষ্টি করে।
-শীতে শরীর কাঁপে কারণ শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম থাকে।
-মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে— এজন্য মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে।
-আকাশ মেঘলা থাকলে বেশি গরম অনুভূত হয়—কারণ মেঘ পৃথিবী পৃষ্ঠের বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয়।
-রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় অ্যামোনিয়া ও ফ্রেয়ন।
-রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ হলো- ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।
-প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়।
-এজন্য প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়।
-বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে-বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয়।
-পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে। ফলে পর্বতারোহণে নাক দিয়ে রক্তপাত হতে পারে।
-একই কারণে পাহাড় বা পর্বতের উপরে রান্না করতে দেরি হয়।
-তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়।
-১ গ্রাম পানি ১০° C তাপমাত্রা বৃদ্ধির জন্য-১০ ক্যালরি তাপের প্রয়োজন হয়।
-তাপমাত্রার বিভিন্ন স্কেলের তুলনামূলক রাশিমা – C ⁄ 5 = (F-32) ⁄ 9 = (K-273) ⁄ 5
-গরমের দিনে সাদা রঙের কাপড় ও শীতকালে রঙিন কাপড় পড়া আরামদায়ক।
-টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে বলে টিনের ঘরে বেশি গরম অনুভূত হয়।
-Vaccum এর তাপ পরিবাহিত হয় বিকিরণের মাধ্যমে।
-সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে- বিকিরণ পদ্ধতিতে।
-তাপ ইঞ্জিন তাপশক্তিকে- যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
-পেট্রোল ইঞ্জিন চতুর্ঘাত ইঞ্জিন। এর আবিষ্কারক ড. অটো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন