BCS Exam preparation,স্বাস্থ্যবিধি,General Science,এক নজরে স্থির এবং চল তড়িৎ,বিসিএস পরীক্ষা প্রস্তুতি,সাধারণ বিজ্ঞান,Static and Current Electricity |
এক নজরে স্থির এবং চল তড়িৎ - বিসিএস পরীক্ষা প্রস্তুতি – সাধারণ বিজ্ঞান – Static and Current Electricity At a glance - BCS Exam Preparation – General Science
-বিদ্যুৎ আবিষ্কারক- ইউলিয়াম গিলবার্ট (১৫৭০)।
-বিদ্যুৎ মানুষের কল্যাণে ব্যবহারে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন- বিজ্ঞানী টমাস আলভা এডিসন।
-বিদ্যুৎ বিল হিসাব করা হয় কিলোওয়াট ঘণ্টা এককে।
-বৈদ্যুতিক পাখা আস্তে বা জোরে যেভাবেই ঘুরুক না কেন বিদ্যুৎ খরচ একই হয় (ইলেক্ট্রিক রেগুলেটরের ক্ষেত্রে – তবে বর্তমানে ইলেক্ট্রনিক রেগুলেটরে এমন হয় না)।
-ক্যাপাসিটরের কাজ হলো— শক্তি সঞ্চয় করে রাখা।
-ডিসি জেনারেটরে থাকে--কম্যুটেটর।
-তাপমাত্রা বাড়লে ধাতব পদার্থের রোধ বৃদ্ধি পায়।
-তাপমাত্রা বাড়লে—— অর্ধপরিবাহীর রোধ কমে (যেমন: সিলিকন, জার্মেনিয়াম)।
-বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় এক কিলোওয়াট ঘণ্টা (1kwh)।
-যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে- ডায়নামো।
-তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার (A);
-তড়িৎ তীব্রতার একক--(NCF);
-বিভবের একক ভোল্ট (v);
-আধানের একক- কুলম্ব (c)।
-বজ্রপাতের সময় মাটির ঘরে বা গুহায় থাকা উচিত।
-আধান বা চার্জ দুই প্রকার। ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ।
-আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নামক সূত্র আবিষ্কার করেন— কুলম্ব।
-পৃথিবীর বিভব-শূন্য।
-মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে- আকাশে বিজলী চমকায়।
-ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়- দস্তা ও কার্বন।
-জার্মেনিয়াম, সিলিকন হলো- অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর।
-আমাদের দেশের বিদ্যুৎ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক বদলায়।
-রোধের একক ওম (Ω)।
-রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা ও উপাদানের উপর।
-বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘণ্টা (kwh)। 1 kah কে বলা হয় Board of Trade Unit (BOT)
-পরিবাহীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা হয়– গ্যালভানোমিটারের সাহায্যে।
-ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য এবং অ্যামিটার দিয়ে--- তড়িৎ প্রবাহ মাপ হয়।
-কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র- তড়িৎবীক্ষণ যন্ত্র।
-বাসা বাড়িতে বিদ্যুৎ ভোল্টেজ- ২২০ ভোল্ট।
-শুষ্ক ব্যাটারির তরিচ্চালক বল 1.5 volt.
-ফিউজ হলো ছোট সরু তার বিশেষ যা ব্যবহার করে শর্ট সার্কিটজনিত ক্ষতি রোধ করা যায়।
-অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধে সার্কিট ব্যবহার করা হয়।
-এসি কারেন্ট সময়ের সাথে- দিক পরিবর্তন করে।
-বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়--- ট্যাংস্টেন তার দিয়ে।
-বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে ব্যবহৃত হয় নাইক্রোম তার।।
-টেলিফোন লাইন দিয়ে প্রবাহিত হয়- তড়িৎ শক্তি।
-মেঘের জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে—আকাশে বিদ্যুৎ চমকায়।
-স্টোরেজ ব্যাটারি ব্যবহার করে সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যায়।
-বিদ্যুৎ পরিবাহিতার ক্রম- সোনা > রূপা > তামা।
-বিদ্যুৎ অপরিবাহীরাবার, কাঠ, কাচ।।
-অপরিবাহীর উৎকৃষ্ট উদাহরণ হলো-- কাঠ।
-বৈদ্যুতিক মোটর- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
-লাউড স্পিকার তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে।
-বৈদ্যুতিক তারে পাখি বসলে মরে না কারণ বৈদ্যুতিক বর্তনী সৃষ্টি হয় না।।
-বিদ্যুৎ পরিবহনে হাইভোল্টেজ ব্যবহার করলে খরচ কম হয়।
-স্থির বিদ্যুৎ স্প্রে ব্যবহার করে গাড়ি, সাইকেল, আলমারি ও অন্যান্য জিনিস রং করা হয়।
-স্থির বিদ্যুতের কৌশল দ্বারা ইঙ্ক জেট প্রিন্টারের সাহায্যে ছাপার কাজ করা হয়।
-ফটোকপি করার কাজও স্থির তড়িতের কৌশলের মাধ্যমে করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন