বিভিন্ন রাশির একক,বিসিএস পরীক্ষা প্রস্তুতি,সাধারণ বিজ্ঞান, Units of Different Quantitys,BCS Exam preparation |
বিভিন্ন রাশির একক – বিসিএস পরীক্ষা প্রস্তুতি – সাধারণ বিজ্ঞান – Units of Different Quantitys – BCS Exam preparation
- - - - - - - - - - - - - - - - - - - - - -
ভৌত রাশি এবং এর পরিমাপ
-ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই- রাশি, যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, কাজ ইত্যাদি।
-যে রাশি পরিমাপ করতে অন্য রাশির সাহায্যের দরকার হয় না- মৌলিক রাশি।
-দৈর্ঘ্য; ভর; সময়; তাপমাত্রা; তড়িৎ প্রবাহ; দীপন তীব্রতা; পদার্থের পরিমাণ- মৌলিক রাশি।
-যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে মৌলিক রাশি থেকে লাভ করা যায়- লব্ধ রাশি।
-বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ ইত্যাদি- লব্ধ রাশি।
-দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি- স্কেলার রাশি।
-সরণ, ওজন, ভরবেগ, বর্ণ, ত্বরণ, বেগ, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা ইত্যাদি- ভেক্টর রাশি।
- - - - - - - - - - - - - - - - - - - - - -
বিভিন্ন পদ্ধতি ও একক
# C.G.S - এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড
# F.P.S এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড
# M.K.S এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এ পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে গ্রহণ করে ১৯৬০ সালে নামকরণ করা হয়েছে International System of Units (S.I)
-বিশ্বে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় - ১৯৬০ সালে।
-১ মাইল =১.৬১ কিলোমিটার। ১ কিলোমিটার = ০.৬২ মাইল। ১ নটিক্যাল মাইল =১.৮৫২ কি.মি.।
-১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি। ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
-১ কিলোগ্রাম = ২.২০ পাউন্ড। ১ ক্যারেট = ২ গ্রাম
-১ টন = ১০০০ কেজি। ১০০ কেজি = ১ কুইন্টাল।
- - - - - - - - - - - - - - - - - - - - - -
SI পদ্ধতিতে বিভিন্ন রাশির একক
রাশি - এস.আই একক
দৈর্ঘ্য, সরণ - মিটার (m)
ভর - কিলোগ্রাম (kg)
সময়, দোলনকাল - সেকেণ্ড (s)।
ক্ষেত্রফল মিটার2 - (m2) বা বর্গ মিটার
আয়তন মিটার3 - (m3) বা ঘন মিটার
বেগ, দ্রুতি - মিটার/সেকেন্ড (ms-1)
ত্বরণ মিটার/সেকেন্ড2 (ms-2)
ভরবেগ - কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg/ms-1)।
বল - নিউটন (N)
কাজ, তাপ, শক্তি - জুল (J)
ক্ষমতা - ওয়াট (W)
চাপ - প্যাসকেল (Pa)
কম্পাঙ্ক - হার্জ (Hz)
তাপমাত্রা - কেলভিন (K)
দীপন ক্ষমতা - ক্যান্ডেলা (cd)
আলোক ফ্লাক্স - লুমেন (lm)
দীপন তীব্রতা - লাক্স (lx)
লেন্সের ক্ষমতা - ডাই অপ্টার (d)
তড়িৎ প্রবাহ - অ্যাম্পিয়ার (A)
আধান - কুলম্ব (C)
তড়িৎ তীব্রতা – নিউটন/কুলম্ব (NC-1 = Vm-1)
তড়িৎ বিভব, তড়িচ্চালক শক্তি - ভোল্ট (V)
রোধ - ওহম (Ω)
পরিবাহকত্ব - প্রতি ওহম প্রতি মিটার (Ω-1 m-1)
আপেক্ষিক রোধ - ওহম-মিটার (Ω m)
এক্সরে - রন্টজেন (R)
তেজস্ক্রিয়তা - বেকেরেল (Bq)
পরিবাহিতা - সিমেন্স (S)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন