বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

ঘরের কোণে ধুলো জমে কেন?

 

ঘরের কোণে ধুলো জমে কেন?

ঘরের কোণে ধুলো জমে কেন?


ঘরের কোণে ধুলো জমে কেন?

অনেক দিনের অব্যবহৃত বন্ধ ঘরে ঢুকলে দেখা যায়, সারা মেঝেয়, আসবাবপত্রে অন্যান্য জিনিসের উপরে একটা ধুলোর আস্তরণ পড়ে আছে কিন্তু যে ঘরটা নিয়মিত ব্যবহার করা হয় দরজা-জানালা খোলা থাকে, তার মেঝের কোণে ধুলো জমতে দেখা যায় না এর কারণ কি? বাইরে থেকে হাওয়ার মারফত দরজা-জানালা দিয়ে প্রচুর ধুলো আসে এই ধুলোর কণাগুলোর আকৃতি নানা ধরনের আকৃতি খুব ছোট হলে এরা ভেসে বেড়াতে পারে বাতাসে ধরনের প্রচুর ধুলোকণা পাওয়া যায়, যারা অনবরত এলোমেলোভাবে না-ভাসা, না ডোবা অবস্থায় ঘুরে বেড়ায় এই ধরনের ছোট কণার চাঞ্চল্যকে আবিষ্কারক রবার্ট ব্রাউনের নাম অনুসারে ব্রাউনীয় সঞ্চালন বলে এর ফলে ধুলো কখনো ওঠে, কখনো নামে ঘোরে এবং নেহাতই সামঞ্জস্যহীনভাবে ছুটে বেড়ায় এর ওপরে ঘরের পাখার বাতাসের ঢেউ বা দরজা-জানালা দিয়ে আসা বাতাস এদের ওপর পড়লে এরা দেয়ালের গায়ে ধাক্কা খায় ঘরের কোণে যেখানে দুই দেয়াল মেঝের সংযোগ, সেইখানে একবার গিয়ে পড়তে পারলে তবেই এদের নিস্তার দেয়ালে ধুলোকণাগুলো আছড়ে পড়লে এদের গতি কমে গিয়ে নিজেদের ওজন অনুযায়ী এরা নিচে পড়ে যাবে আর যদি ঘরের কোণের দেয়ালে এইভাবে গতিহীন কণা ক্রমাগত এসে জমা হয়, তবে বেশ কিছুক্ষণের মধ্যে ঘরের কোণটা ধুলোয় ভরে ওঠবে এছাড়া নিবিড় সংস্পর্শে ছোট কণার অণুদের মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ থাকে, যার ফলে তারা সকলেই একসঙ্গে থাকতে চায় - ধুলো জমার একটা কারণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন