"অদৃশ্য মানুষ" কি সম্ভব?
কোনো জাদুমন্ত্রবলে একজন মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার কল্পকাহিনী প্রাচীনকাল থেকে প্রচলিত। এ যুগে বিশ্বব্যাপী জনপ্রিয় কিশোর উপন্যাসের নায়ক হ্যারি পটারও অদৃশ্য হওয়ার জাদুর চাদরের অধিকারী হয়ে বাচ্চাদের মন কেড়েছে। কিন্তু বাস্তবে কি “অদৃশ্য মানুষ" সম্ভব নয়?
সম্প্রতি একদল বিজ্ঞানী সত্যিই জাদুর এমন এক চাদর বের করার ঘোষণা দিয়েছেন, যা গায়ে দিলে কোনো ব্যক্তি সকলের চোখে অদৃশ্য হয়ে যাবেন। কোনো বস্তু অদৃশ্য হতে হলে এমন ব্যবস্থা করতে হবে যেন সেখান থেকে কোনো আলোকরশি আমাদের চোখে না পৌছায়। ওই বিজ্ঞানীরা এ রকমই একটি ব্যবস্থা করেছেন। আলো এক ধরনের বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গ। সব আলোকতরঙ্গ আমাদের খালি চোখে ধরা পড়ে না। কেবল যে সব আলোকতরঙ্গের দৈর্ঘ্য এক্স-রে ও আন্ট্রা ভায়োলেট রের চেয়ে বেশি এবং ইনফ্রারেড, মাইক্রোওয়েভ ও রেডিও ওয়েভের চেয়ে কম, কেবল সে সব আলোকরশ্মিই আমরা দেখি। ওই বৈজ্ঞানিকেরা এক ধরনের বিশেষ পদার্থের তৈরি চাদর বানিয়েছেন। সেটা গায়ে দিলে শরীরের চারপাশে একটি বিদ্যুৎচৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, যা কোনো আলোকরশ্মিকে ওই ব্যক্তির কাছে পৌছাতে না দিয়ে তাকে শরীরের চারপাশ দিয়ে ঘুরিয়ে পেছন দিক দিয়ে পার করে দেয়। ফলে কেউ তাকালে ওই ব্যক্তিকে দেখবে না কিন্তু তার পেছনের সবকিছু দেখবে। এভাবে ওই ব্যক্তি লোকের চোখে অদৃশ্য হয়ে যেতে পারবে। কিন্তু এর অসুবিধা হলো সেই চাদর পরলে সে নিজেও চারপাশের কোনো কিছু দেখতে পারবে না। কারণ বাইরের কোনো আলোকরশ্মিই তার চোখ পর্যন্ত পৌছাবে না। সে নিজে অদৃশ্য হবে ঠিকই কিন্তু একই সঙ্গে সে নিজেও কার্যত অন্ধ হয়ে যাবে।
এইচ জি ওয়েলস এর দ্যা ইনভিজিবল ম্যান গল্পের বাংলা অনুবাদ।
অদৃশ্য পোষাক তৈরীর পদ্ধতি জানুন এই লিঙ্ক থেকেঃ Cartoon guide to Invisibility Cloaks
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন