রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন?

 

উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন
উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন

উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন?

বিদ্যুতের খোলা তার অথবা বিদ্যুতায়িত কোনো বস্তু হাতে ধরলে শক লাগে, মানুষ মারাও যেতে পারে। কেউ ভাবতে পারেন, হাতে না ছোঁয়া পর্যন্ত বুঝি বিপদ নেই। এটা ভুল ধারণা। উচ্চ মাত্রায় বিদ্যুতায়িত কোনো বস্তু বা রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর স্থাপিত উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তার স্পর্শ না করেও কেউ শক খেতে পারে, যদি তারের বেশি কাছে সে চলে যায়। ছোটবড় শহরে অনেক সময় রাস্তার পাশে টানা বৈদ্যুতিক তারের ঠিক পাশ ঘেঁষে বাড়ির জানালা বা বারান্দা থাকে। এটা বিপজ্জনক। কারণ হঠাৎ কারো হাত বা শরীর তারের কাছাকাছি চলে যেতে পারে। তখন বিপদের আশঙ্কা থাকে। বিদ্যুতের তার হাতে স্পর্শ করলে শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে মাটিতে চলে যায়, একেই আমরা বলি শক লাগা। উচ্চ মাত্রায় বিদ্যুতায়িত কোনো বস্তু বা উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারে প্রচুর সমধর্মী বৈদ্যুতিক চার্জ থাকে। সমধর্মী চার্জ একে অপরকে দূরে ঠেলে দেয়। এই ঠেলাঠেলিতে চার্জগুলোতে স্থানান্তরের প্রবণতা সৃষ্টি হয়। এ অবস্থায় কেউ যদি কাছাকাছি চলে আসে তাহলে বৈদ্যুতিক চার্জ মাঝের কিছু ফাঁকা জায়গা লাফ দিয়ে অতিক্রম করে শরীরে চলে আসে এবং শরীরের মধ্য দিয়ে ইলেক্ট্রোন প্রবাহ সৃষ্টি করে। বৈদ্যুতিক তারে উচ্চ ভোল্টেজ থাকলে এ রকম হতে পারে। এজন্যই বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎ কর্মীদের খুব সতর্ক থাকতে হয়। কাঠের সিঁড়ি বা বিদ্যুৎ অপরিবাহী কোনো পদার্থের তৈরি সিড়িতে উঠে তারা কাজ করেন এবং সতর্ক থাকেন, যেন কাজ করার সময় তাদের হাত বৈদ্যুতিক খুঁটিতে না লাগে। এ অবস্থায় তারা তারের কাছাকাছি গেলেও বৈদ্যুতিক চার্জ লাফিয়ে তাঁদের গায়ে আসে না। কারণ, তাঁদের শরীর মাটি থেকে বিচ্ছিন্ন থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন