ওয়েবসাইটের ঠিকানায় লেখা ‘www'-এর অর্থ কী |
ওয়েবসাইটের ঠিকানায় লেখা ‘www'-এর অর্থ কী?
কারো ওয়েবসাইটের ঠিকানায় ‘www' কথাটা লেখা থাকে। এর আগে আবার ‘http’ কথাটাও লেখা থাকে। এ কথাগুলোর অর্থ কী?
পর পর তিনটি ডব্লিউ দিয়ে বোঝানো হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। এটা হলো বিভিন্ন তত্ত্ব ও তথ্যের এক বিশাল লাইব্রেরি। ‘www’ এর ব্যবহারকারীরা ব্রাউজার ব্যবহার করে এই তথ্য লাইব্রেরিতে ঢুকে জ্ঞান আহরণ করতে পারেন। www সার্ভারের মাধ্যমে যে কেউ স্বচ্ছন্দে ইন্টারনেটের ভেতর ঘুরে বেড়াতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এই সব তথ্য ওয়েবপেইজে লিপিবদ্ধ থাকে। ওয়েবপেইজের প্রথম পাতা বা হোমপেইজে ওই তথ্যভাণ্ডারের খবরাখবর থাকে। সাধারণত ‘html' বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েবপেইজের ফরমেট করা হয়। ওয়েবপেইজের ঠিকানায় অনেক ক্ষেত্রে যে ‘http' লেখা থাকে তার পুরো কথাটা হলো হাইপার টেকস্ট ট্রান্সফার প্রাটোকল। এই প্রাটোকল ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের যোগাযোগ সাধিত হয়। ইন্টারনেটে এই যোগাযোগ সাধারণত ‘tcp বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রাটোকলের সাহায্যে হয়ে থাকে। একজন ব্রিটিশ কম্পিউটারবিজ্ঞানী টিমথি বার্নার্স-লী ১৯৮৯ সালে ‘www'-এর বিকাশ সাধন করেন। এর আরো বিকাশ সাধনের কাজটি এখন পরিচালিত হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অবস্থিত www কনসর্টিয়ামের মাধ্যমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন